পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

ছবির সাইজ ছোট করতে চান আর ওজনও কমাতে চান

ছবি অনেক বড় সাইজের হলে আমরা আপলোড করতে খুব সমস্যায় পড়ে যাই। বড় সমস্যা হয় তখন যখন ছবির সাইজ নির্দিষ্ট করা থাকে অনলাইনে কোন আবেদন (যেমন: চাকরির আবেদন, ভর্তির আবেদন) দাখিল করার সময়। এই সফটওয়্যারটি ডাউনলোড করুন। ইন্সটল করতে হবেনা। ফোল্ডারটির ভেতরে Riot নামের ফাইলটি ওপেন করলে
সফটওয়্যারটি ওপেন হবে। এখানে ছবি ওপেন করলে বা ড্র্যাগ করে ছেড়ে দিলে ডানপাশে নতুন সাইজ দেখাবে। এবার সেভ করে নিন। প্রয়োজনে একটি ফোল্ডারের সকল ছবি একসাথেই কমপ্রেস করা যাবে।
ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন

এটি একটি পোর্টেবল সফটওয়্যার তাই ইন্সটল কা সেটআপ করার ঝামেলা নেই। শুধু আনজিপ করে নিচের মতো Riot.exe এ ডাবল ক্লিক করে সফটওয়্যার চালু করা যাবে।


screen capture of RIOT


screenshot of RIOT


PhotoShrink সফটওয়্যারটিও বেশ ভাল। 

Tags: Photo compress, Image resze, image compress, ছবি রিসাইজ,

Review:

For graphic or web designers, a good image compression software is an essential tool. RIOT is the best out there. It can be installed to the computer, be portable or installed as plugins for GIMP, XnView and IrfanView. The GUI is decent and understandable, but may confuse or be too much for casual users. It can compress images to jpg, png or gif.There are decent options for each compression. Jpg files are adjusted by compression percentage, and png and gif files are adjusted by color count and color quantization algorithms. With some simple adjustments, one can achieve small sized images with lossless or near lossless quality.The jpg compression calculations are fast, but the png and gif compressions are a little slow, but it depends on the selected options, too.While jpg, png and gif are the most popular images to use, it would be great if more file formats were supported. Personally I like using it as a XnView plugin which gives me easy access to the program. I use XnView to browse through images and select the image I want to compress and then just click-on RIOT icon. Then my image conveniently opens up in RIOT. Give it a try!

কোন মন্তব্য নেই: