পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

স্ক্রীনে যা দেখতে পাচ্ছেন তার ছবি উঠাতে চান? (Screenshot)

আপনার কম্পিউটারের স্ক্রীনে যা দেখতে পাচ্ছেন তার সবটা অথবা একটু জায়গা অথবা যতটুকু ইচ্ছা ততটুকুর ছবি উঠাতে চান মানে স্ক্রীন শট (Screenshot) নিতে চান? যেকোন সময় কীবোর্ডের F12
বাটনের ডানপাশে অবস্থিত Print Scrn বাটনটি চাপুন। এবার এমএস ওয়ার্ড, এক্সেল, ফটোশপ, পেইন্ট যেকোন প্রোগ্রাম চালু করেন পেষ্ট কমান্ড (ctrl+v) দিন। দেখুন পুরো স্ক্রীনের একটা ইমেজ চলে এসেছে। এবার প্রয়োজন অনুযায়ী সাইজ করে নিন। যারা Windows 7 তাদেরঅতিরিক্ত কোন সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজন নেই । Start Menu এর Search বক্সে টাইপ করুন Snipping দেখবেন Snipping Tools নামের একটি সফটওয়্যার দেখাচ্ছে। ক্লিক করে চালু করুন। এবার স্ক্রীনের যে অংশটুকুর ছবি উঠাতে চান সেই অংশটুকু ড্র্যাগ করে সিলেক্ট করুন। এবার সেভ করে নিন। যাদের Windows 7 নেই তারা
Pickpick সফটওয়্যারটি ডাউনলোড করুন (6 মেগা)  ক্লিক করুন এখানে
Screen Hunter  সফটওয়্যারটি ডাউনলোড করুন (4.8 মেগা)  ক্লিক করুন এখানে
Schirmfoto সফটওয়্যারটি ডাউনলোড করুন (3.8 মেগাবাইট) ক্লিক করুন এখানে

Tags: Screenshot Screenprint  স্ক্রীনশট স্ক্রীনপ্রিন্ট

কোন মন্তব্য নেই: