পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*
Facebook লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Facebook লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Facebook থেকে ভিডিও ডাউনলোড করুন


ফেসবুকের কোনো ভিডিও পিসি থেকে ডাউনলোড রতে চাইলে ভিডিওটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Show video URL এ ক্লিক করুন। এবার উপরে একটি বক্সে ভিডিওটির ইউআরএল দেখা যাবে। এটা সিলেক্ট করে কপি করুন।

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Facebook একাউন্টের অনাকাংখিত ঝামেলা এড়াতে আগেই ব্যবস্থা হাতে রাখুন

যারা শুধু মুঠোফোনে ফেসবুক ব্যবহার করেন তারা কবে একবার লগ ইন করেছিলেন নিজেরই হয়তো মনে নেই।তার মানে হলো পাসওয়ার্ডও ভুলে গেছেন এত দিনে।যদি আপনার ফোন নষ্ট হয়ে যায়, হারিয়ে যায় অথবা কোনো কারণে লগ আউট হয়ে যায় তাহলে বিপদে পড়বেন নিশ্চিত।

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

হ্যাক হবার পূর্বে Facebook account এর নিরাপত্তা বৃদ্ধি করুন

হ্যাক হবার পূর্বে Facebook account এর নিরাপত্তা বৃদ্ধি করুন
-------------------------------------
যাদের ফেসবুক আইডি কখনো হ্যাক হয়নি তাদের আইডি যে হ্যাক হবেনা তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। হ্যাক হয়ে গেলে অনেকেই আমার কাছে পরামর্শ চান কিভাবে সেটি উদ্ধার করা যায়। উদ্ধার করার জন্য কিছু হাতিয়ার লাগে। সেই হাতিয়ার সংগ্রহে না থাকলে তখন আর কিছু করার থাকেনা। জেনে নিন আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা বৃদ্ধির জন্য কী করা উচিৎ:

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

Facebook এ অফিস/প্রতিষ্ঠানের নামে প্রোফাইল তৈরি এবং এর ব্যবহার

কোনো ব্যক্তি Facebook ব্যাবহার করতে চাইলে প্রোফাইল তৈরি করে নিতে হবে। প্রোফাইলকে অনেকে আইডি ও বলে থাকেন। প্রোফাইল হোক কিংবা আইডি সেটা ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। অনেকেই পদবী কিংবা প্রতিষ্ঠান/দপ্তরের নামে

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

ফেসবুকে খুঁজে পাবার জন্য নিজের সঠিক পরিচয় দিন অন্যের নিকট

যখন কোন ফেইসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ডলিস্টে যোগ করার জন্য অথবা অন্য কোনো কারণে খুঁজার জন্য জিজ্ঞাসা করা হয় আপনার ফেইসবুক আইডি কী অথবা কী নামে ব্যবহার করেনে? তিনি হুট করে বলে দেন ফেইসবুকে আমার নাম

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

Facebook page এ এডমিন সংখ্যা বাড়ানোর উপায়

Facebook page এর কার্যকারিতা বা গুরুত্ব নির্ভর করে Page এ কিছু পোস্ট হওয়ার পর Page এর পক্ষ থেকে কত দ্রুত সাড়া দেয়া হচ্ছে তার উপর। একটি page এর এডমিন একজন হলে সারাক্ষণ এই

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

আপনার Facebook page এ ভিজিটরদের পোস্ট বন্ধ করতে পারেন কিংবা পাবলিশ করার পূর্বে দেখে নিতে পারেন

আপনি যদি কোন Facebook page এর এডমিন হয়ে থাকেন তাহলে যারা আপনার পেজটি ভিজিট করেন তার সচরাচর আপনার পেজ এ পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় এ্ পোস্ট/ছবি/ভিডিও আপনার জন্য বিরক্তিকর কিংবা বিব্রতকর তবে খুব সহজেই আপনি তাদের পোস্টগুলো নিয়ন্ত্রন করতে পারেন। 

শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪

Facebook এ Profile থেকে Page ‍এ রূপান্তর করুন

বিভিন্ন প্রতিষ্ঠান বা দপ্তর ফেসবুকে তাদের অফিসিয়াল Page চালু করতে গিয়ে ভুলক্রমে Profile তৈরি ফেলেন।  
এক্ষেত্রে লক্ষণীয় যে, Profile সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য তেরি করা হয়। Profile তৈরি করা হলে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠানো এবং গ্রহণ করার একটি বিষয় থাকে। যদি কোন ব্যক্তি কোন তথ্য সম্পর্কে সেই দপ্তরকে অবহিত করতে চান তাহলে প্রথম Friend

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

আপনার Facebook একাউন্টকে দিন দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা

ফেসবুক ব্যবহারকারী সব সময়ই আতংকে থাকেন পাসওয়ার্ড কেউ জেনে ফেলল কিনা, কিউ গোপনে প্রবেশ করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে কিনা। এমনটা হওয়াই স্বাভাবিক। তবে এই দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্তি দিবে টু-স্টেপ
ভেরিফিকেশন” বা Real time code কিংবা one time password সিস্টেম। বিষয়টি হলো আপনার একাউন্টে লগ ইন

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

আপনার মান সম্মানের বারোটা বাজানোর জন্য ফেসবুকে একটি ক্লিকই যথেষ্ট

Facebook এ ইচ্ছে করেই হোক আর ভুলেই হোক কোন কারণে যদি ফালতু কোন এপস আপনি ইন্সটল করে ফেলেন কিংবা ফালতু কোন পেজে লাইক করে থাকেন তাহলে আপনার বারোটা বাজানোর জন্য আপনাকে আর কিছু করতে হবেনা। যা করার ঐ এপস কিংবা পেজই করে দিবে। প্রতিদিনই বেশ কিছু পোস্ট আপনার হয়ে আপনার ওয়ালে করে দিবে সে আপনার অজান্তেই। যদি

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

Facebook এ আপনার জন্মসাল লুকিয়ে রাখতে পারেন সহজেই

অনেকেই নিজের বয়স লুকিয়ে রাখতে পছন্দ করেন। জন্ম তারিখ অনেকেই জানতে পারে কিন্তু জন্মসাল না জানানো দোষের কিছু নয়। তাই ফেসবুক থেকেও জন্মসালটা লুকিয়ে রাখুন।

নিচের ধাপগুলো অনুসরন করুন:

User ID এবং Password দিয়ে Log in করুন

আপনার নামের উপর ক্লিক করে Update Info তে ক্লিক করুন অথবা অথবা সরাসরি Edit Profile এ ক্লিক করুন

  • Contact and Basic Info  এ ক্লিক করুন

এবার নিচের দিকে দেখুন Date of Birth রয়েছে এর যান পাশে কার্সর নিলে Edit দেখাবে। Edit এ ক্লিক করুন

এবার দুইটি লাইন দেখা যাবে।

এক লাইনে দিন ও মাস এবং নিচের লাইনে রয়েছে সাল।

সালের ডানপাশে গোল একটি গ্লোব এবং ড্রপডাউন এরো রয়েছে।

তার উপরে ক্লিক করে Only Me ক্লিক করুন।

এবার Save Changes এ ক্লিক করুন।

আপনার কাজ শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।

ভাল লাগলে মন্তব্য করতে পারেন।


Tags: 

How do I hide my birth year from everyone?

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

Facebook Account সাময়িক নিস্ক্রিয় করে রাখুন

আপনি যদি আপনার ফেসবুক একাউন্টটি নিয়ে যন্ত্রনায় থাকেন কিংবা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে আপনার ফেসবুক একাউন্টটি সাময়িক নিস্ক্রিয় করে রেখে দিন পরে যখন ইচ্ছে সক্রিয় করে নিতে পারবেন। দেখে নিন কিভাবে এই কাজটি করতে হবে:

ফেসবুক সাময়িক বন্ধ করার পদ্ধতি

How do I deactivate my account?


১. আপনার ইউজার নেম/ইমেইল এড্রেস/মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করুন

২. Settings  এ যান

৩. Security ক্লিক করুন

৪. Click Deactivate your account

৫. এবার কী কারণে আপনার একাউন্ট নিস্ক্রিয় করতে চান তার একটি কারণ সিলেক্ট করুন

৬. ইমেইলে কোন ধরণের মেসেজ/নোটিফিকেশন পেতে না চাইলে “Opt out of receiving future emails from Facebook”পাশে টিক চিহ্ন দিয়ে দিন

৭. Confirm এ ক্লিক করুন

এবার আপনার পাসওয়ার্ড এবং এলোমেলো অক্ষরগুলো হুবহু টাইপ করে Deactivate Now এ ক্লিক করলে নিচের মতো মেসেজ আসবে

Your account has been deactivated
To reactivate your account, log in using your old login email and password. You will be able to use the site like you used to.
We hope you come back soon.

সাময়িক নিস্ক্রিয় করলে কোন ডাটা এবং ফ্রেন্ডলিস্ট হারানোর ভয় নেই। যখনই সক্রিয় করবেন তখনই সব ফিরে আসবে।

ট্যগ: ফেইসবুক ডিসেবল, disable facebook account, বন্ধ করে রাখুন ফেসবুক

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

Facebook থেকেই যেকোন ফাইল সেন্ড করুন, ইমেইলে লগ ইন করার কী দরকার?

ফেইসবুকে লগ ইন করার পরও ফ্রেন্ড লিস্টে আছে এমন কাউকে টেক্স কিংবা ফাইল পাঠানোর জন্য যদি পূনরায় ইমেইলে লগ ইন করতে হয় তাহলে আর ফেইসবুকের যথাযথ ব্যবহার হলো কোথা থেকে?  হ্যা, সত্যিই তাই। আমরা

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

Facebook এ ফ্রেন্ড রিকোয়েস্ট এর যাতনায় অতিষ্ট? আমার এই দাওয়াইটা কিছুটা হলেও স্বস্তি দিবে

ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এর বিড়ম্বনায় পড়ে থাকেন। সারা দিনে কয়েকশ রিকোয়েস্ট আসে। অধিকাংশই অপরিচিত আইডি। সেক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করার কোন অপশন ফেইসবুকে

রবিবার, ২২ জুন, ২০১৪

Facebook টাইমলাইন দেখুন ঝকঝকে তকতকে (বিজ্ঞাপনের যন্ত্রনা থেকে মুক্তি)

Facebook ব্যবহারকারীদের মধ্যে এমন একজনও খুঁজে পাওয়া যাবেনা যারা তাদের টাইমলাইনে গেমস, বিজ্ঞাপন আর স্প্যাম দেখে বিরক্তি বোধ করেন না। ডানে, বামে, উপরে, নিচে সব জায়গায় শুধু বিজ্ঞাপনের

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪

Facebook এ user ID তৈরি করে নিন নিজের মতো করে

যারা ফেসবুক ব্যবহার করি তারা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছি নিজের প্রোফাইলে প্রবেশ করলে https://www.facebook.com/roufmomen এরকম একটি ইউআরএল এড্রেসবারে চলে আসে।

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

Facebook থেকে অপরিচিত অথবা বিরক্তিকর কোন Friend কে Unfriend করুন

Facebook-এ হয়তো না জেনে কাউকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছেন অথবা ফ্রেন্ড বানানোর পর দেখা গেল বিরক্তিকর পোস্ট দিচ্ছে যা আপনার বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছে। অথবা অন্য যেকোন কারণে

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

Facebook একাউন্ট এর Email address পরিবর্তন করুন অথবা আরো address যোগ করুন

ফেসবুকে একাউন্ট তৈরি করার সময় যে Email address ব্যবহার করেছেন তা এখন পরিবর্তন করা প্রয়োজন? নাকি আরো একটি একটি address যোগ করতে চান পূর্বের address এর সাথে? যা ইচ্ছে তা-ই করতে পারেন।

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

facebook থেকে ভিডিও ডাউনলোড করুন

অনেকেই আমরা ফেসবুকে ভিডিও শেয়ার করে থাকি। ফেইসবুকে অনেক ইন্টারেস্টিং ভিডিও প্রায়ই আমাদের চোখে পড়ে। আমরা ভিডিওগুলো প্লে করতে পারলেও বেশিরভাগ ভিডিও ডাউনলোড করতে

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

Facebook এ যদি কোন গ্রুপ থেকে সদস্যতা বাতিল করতে চান..

ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময় নিজের অজান্তেই কিছু গ্রুপের সদস্য হয়ে যান এবং তারপর থেকে ঐ গ্রুপের নিউজ ফিড এবং নোটিফিকেশন তার কাছে আসতে থাকে। সদস্য হওয়ার কারন