পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

MS Excel সংক্রান্ত টিপস

** MS Excel এ কাজ করতে গিয়ে একই সেলে একাধিক লাইন লিখতে হয় সেজন্যে এমএস ওয়ার্ডের মতো এন্টার চাপলে নিচের সেলে চলে যায় কিন্তু ঐ সেলে একাধিক লাইন তৈরি হয় না। সেজন্যে Alt+Enter একসাথে চাপলেই পরের লাইনটি
তৈরি হবে।

** প্রিন্ট করতে চাচ্ছেন কিন্তু জানেন না কয়টা পাতা আছে আর আপনি কোন পাতায় অবস্থান করছেন অথবা কত নম্বর পাতা প্রিন্ট করবেন। পেজ নম্বর জানতে চাইলে View >>> Page Break Preview তে ক্লিক করুন। দেখুন জলছাপ দেখা যাচ্ছে। ভয়ের কিছু নেই এই নম্বরগুলো প্রিন্ট হবেনা।

কোন মন্তব্য নেই: