পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪

Facebook এ Profile থেকে Page ‍এ রূপান্তর করুন

বিভিন্ন প্রতিষ্ঠান বা দপ্তর ফেসবুকে তাদের অফিসিয়াল Page চালু করতে গিয়ে ভুলক্রমে Profile তৈরি ফেলেন।  
এক্ষেত্রে লক্ষণীয় যে, Profile সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য তেরি করা হয়। Profile তৈরি করা হলে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠানো এবং গ্রহণ করার একটি বিষয় থাকে। যদি কোন ব্যক্তি কোন তথ্য সম্পর্কে সেই দপ্তরকে অবহিত করতে চান তাহলে প্রথম Friend Request পাঠিয়ে অপেক্ষা করবেন। যদি Request গ্রহণ করা হয় তবেই তিনি সেই Profile Wall এ লিখতে পারবেন। যদি গ্রহণ না করা হয় কিংবা দেরি করে গ্রহণ করা হয় তবে হয়তো গুরুত্বপূর্ণ কিংবা সংবেদনশীল বিষয় হারিয়ে যেতে পারে। তাছাড়া ফেসবুক প্রোফাইলে Friendlist limit ৫০০০। Page এর বেলায় এ ধরণের কোন সমস্যা নেই। শুধু মাত্র Like বাটনে একটা ক্লিক করেই পোস্ট কিংবা মেসেজ করা যায়। তাছাড়া একটি পেজে একাধিক এডমিন তেরি করে সহজেই Page কে গতিশীল করা যায়। যদি কোন দপ্তর ইতমধ্যে Profile তৈরি করে থাকেন তাহলে কোন সমস্যা নেই। এটাকে পেজ এ রূপান্তর করে নেয়া যাবে ফ্রেন্ডলিস্টে কোন পরিবর্তন করে। রূপান্তর করা যাবে এই লিংক থেকে: 


Company, Organisation or Institution এই ক্যাটাগরি থেকে প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে get started এ ক্লিক করতে হবে।


Tags: convert profile to page, ফেসবুক পেজ তৈরি করা

কোন মন্তব্য নেই: