পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডে ডকুমেন্টের নিচের দিকে ফাইলের নাম ও লোকেশন দিন

প্রায় সব ডকুমেন্ট এর হার্ড কপিতে দেখা একদম নিচের দিকে ছোট করে ফাইলের নাম ও লোকেশন
দেয়া থাকে যেন পরে সহজেই খুজে পাওয়া যায়। এটা করতে চাইলে View Menu >>> Header & Footer এ ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে। এবার নিচের দিকে গিয়ে ফুটারের ভিতর কার্সর নিয়ে ডায়ালগ বক্স হতে Insert Auto Text এর ড্রপডাউন মেনু থেকে File Name & Path এ ক্লিক করলেই চলে আসবে। এবার Page এ ক্লিক করলে পেজ নাম্বারও চলে আসবে। ব্যাস এবার প্রত্যেক পাতায়ই এটা চলে আসবে।

কোন মন্তব্য নেই: