পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

ফাইল খুঁজুন তা পিসিতেই থাকুক আর ইন্টারনেটেই থাকুক মাত্র কয়েকে সেকেন্ডে

কম্পিউটারে হাজার হাজার ফাইল, গান, সিনেমা আর নাটক রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনটা খুজতে গেলেই সব এলোমেলো হয়ে যাচ্ছে? তাহলে
ইন্সটল করুন Google Desktop আর দেখুন কত দ্রুত ফাইলটি খুঁজে বের করে। সেই ফাইল যদি আপনার পিসিতে না থাকে তাহলে নেট থেকে খুঁজে বের করবে ব্রাউজার দিয়ে। প্রথমে সব ফাইল খুঁজে পাবেনা। সব ফাইল ইনডেক্স করা শেষ হলে আর কোন টেনশন নেই। ওয়ার্ড বা এক্সেলের ফাইলের যদি নাম মনে না থাকে তবে ঐ ডকুমেন্টে আছে এমন একটা বা দুটি শব্দ ওয়ার্ডে লিখে কপি করে গুগল ডেক্সটপে পেষ্ট করুন, তাহলেই হবে।  ডাউনলোড করে ইন্সটল করে দেখুন




কোন মন্তব্য নেই: