কখনো এমন হয় যে, একই ডকুমেন্টে বাংলা এবং ইংরেজি ফন্টে কাজ করতে হয়। বারবার ফন্ট এর ড্রপডাউন বাটনে ক্লিক করে বাংলা এবং ইংরেজি ফন্ট খুঁজে খুজে সিলেক্ট করতে হয়।
এদুটি ফন্ট যদি সামনে কোথাও রেখে দেয়া যায় আর সেখানে একটা ক্লিক করেই পরিবর্তন করা তাহলে কেমন হয়? এটা করতে হলে View Menu >>> Toolbar >>> Customize এ ক্লিক করুন। এবার Commands ট্যাব এ ক্লিক করে Categories List থেকে Fonts এ ক্লিক করুন। এবার ডানপাশের Commands এর লিষ্ট থেকে আপনার পছন্দের ফন্টটিকে মাউসে দিয়ে টেনে ধরে (ড্র্যাগ করে) যেকোন একটি টুলবারের উপর নিয়ে যান সেখানে একটি পয়েন্টার দেখা যাবে। এখন যেখানে ইচ্ছা পয়েন্টার সেখানে নিয়ে ছেড়ে দিন। এভাবে যত ফন্ট ইচ্ছা রাখতে পারেন।
এই প্রক্রিয়ায় অন্য যেকোন কমান্ড যা আপনার সবসময় প্রয়োজন হয় তা রাখতে পারেন।
এদুটি ফন্ট যদি সামনে কোথাও রেখে দেয়া যায় আর সেখানে একটা ক্লিক করেই পরিবর্তন করা তাহলে কেমন হয়? এটা করতে হলে View Menu >>> Toolbar >>> Customize এ ক্লিক করুন। এবার Commands ট্যাব এ ক্লিক করে Categories List থেকে Fonts এ ক্লিক করুন। এবার ডানপাশের Commands এর লিষ্ট থেকে আপনার পছন্দের ফন্টটিকে মাউসে দিয়ে টেনে ধরে (ড্র্যাগ করে) যেকোন একটি টুলবারের উপর নিয়ে যান সেখানে একটি পয়েন্টার দেখা যাবে। এখন যেখানে ইচ্ছা পয়েন্টার সেখানে নিয়ে ছেড়ে দিন। এভাবে যত ফন্ট ইচ্ছা রাখতে পারেন।
এই প্রক্রিয়ায় অন্য যেকোন কমান্ড যা আপনার সবসময় প্রয়োজন হয় তা রাখতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন