পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডে স্পেস দিলে বা কিছু লিখলে পরের অক্ষর মুছে যায়

ওয়ার্ডেকোন ডকুমেন্ট এডিট করার প্রয়োজন হলে স্পেস দিলে অথবা কোন কিছু লিখতে গেলে
পরের অক্ষর মুছে যায় কারন তখন Overwrite Mode সক্রিয় করা আছে। লক্ষ্য করলে দেখা যাবে স্ট্যাটাস টুলবারে OVR লেখাটি উজ্জ্বল হয়ে আছে। এ থেকে পরিত্রান পেতে হলে OVR  লেখাটির উপর ডাবল ক্লিক করুন। অথবা কীবোর্ড থেকে Insert বাটনে একবার ক্লিক করুন। তখন  OVR  লেখাটি নিস্ক্রিয় হয়ে যাবে।

কোন মন্তব্য নেই: