পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

এক্সেলে সংখ্যার পূর্বে ০ (শূন্য) দিতে চাচ্ছেন? যেমন: ০১৭১৭

এক্সেলে কোন সংখ্যা যদি ০ (শূন্য) দিয়ে শুরু হয় তবে লিখার পর শূন্যটি থাকেনা। যেমন আপনি লিখলেন ০০১ তা হয়ে যাবে শুধু ১, যদি প্রয়োজন হয় তবে যে সেলগুলোতে সংখ্যার
শুরুতে শূন্য প্রয়োজন সে সেলগুলো সিলেক্ট করুন। Format Menu >> Cells এ ক্লিক করুন। এবার Format Cells Dialogue Box এর NUmber ট্যাব এর Category এর অধীনে Custom সিলেক্ট করুন। এবার ডানপাশে Type এর নিচে যেখানে General লেখাটি রয়েছে General মুছে দিয়ে টাইপ করুন ০০ বা ০০০ বা ০০০০ অথবা যত অংকের সংখ্যা লিখবেন ততটা শূন্য। তারপর ওকে করুন। এর একটু উপরে Sample এর দেখুন কেমন হবে আপনার লিখা সংখ্যাটি।


How to put a zero before a figure, সংখ্যার পূর্বে শূন্য বসানোর উপায়, এক্সেল এ সংখ্যার পূর্বে শূন্য বসান, Ms excel, Microsoft Excel

৩টি মন্তব্য:

নামহীন বলেছেন...

আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রচেষ্ঠা অব্যাহত থাকুক। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

Rouf Momen বলেছেন...

আপনার দোয়া আমার পাথেয় হয়ে থাকবে।

নামহীন বলেছেন...

রউফ ভাই, আপনার 3dpchip software টি আমার খুব কাজে লাগে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের URC এর গর্ব। আবুল খায়ের, DEO, Damudya URC, Shariatpur