পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 1:43:39 AM - Tuesday, January 14, 2025

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডে টেবিল পেজের বাইরে চলে গেছে দেখতে পাচ্ছেন না?

কখনো কখনো এমএস ওয়ার্ডে টেবল তৈরি করার পর তা পেজের বাইরে চলে যায় ডান পাশের বা বাম পাশের কিছু অংশ দেখা যায় না। এটা থেকে মুক্তি পেতে চাইলে প্রথমে টেবিলের ভিতরে যেকোন যায়গায় ক্লিক করে Table Menu >> Select >> Table এবার আবার Table Menu >> Auto Fit >> Auto fit to window দেখুনতো সবটা টেবিল পেজের ভিতরে চলে এসেছে কিনা?

কোন মন্তব্য নেই: