এমন যদি হয় ইন্টারনেট কানেকশান আছে একটি পিসিতে বা মোডেম আছে একটি আপনি চাচ্ছেন একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে।
এর জন্য যে যে জিনিসগুলো লাগবে:
১.ল্যান কেবল
২.দু’টি পি.সি
৩। একটি ক্রস ওভার ক্যাবল।
কন্ডিশন ১
যদি আপনার কম্পিউটার ২ টা হয় তাহলে আপনাকে শুধুমাত্র একটি ল্যান কেবল সংগ্রহ করতে হবে।
কন্ডিশন ২
আর যদি কম্পিউটার ২ টার বেশি হয় তাহলে আপনার একটি সুইচ লাগবে।
কাজের ধাপঃ
১। প্রথম যে পিসিতে ইন্টারনেট কানেকশান আছে ঐ পিসিতে আরেকটি নতুন ল্যান কার্ড ইনষ্টল করুন।
২। একটি ক্রস ওভার ক্যাবল প্রথম পিসির দ্বিতীয় ল্যান কার্ডও দ্বিতীয় পিসির একমাত্র ল্যান কার্ডের সাথে কানেক্ট করুন।
৩। প্রথম পিসির মাই নেটওয়ার্ক প্লেস এর উপর রাইট বাটন ক্লিক করে প্রোপ্রাইটিস এ ক্লিক করুন। এখানে লোকাল এরিয়া কানেকশান নামে দু’টি আইকন পাবেন। প্রথম ল্যান কার্ডটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর এডভান্স এ ক্লিক করুন। ওখানে ইন্টারনেট কানেকশান শেয়ারিং এর অধীনে দু’টি অপশন পাবেন। দু’টিতে টিক চিহৃ দিয়ে ওকে-তে ক্লিক করুন।
বিকল্প পদ্ধতি
আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস দেখে নিন।
আইপি এড্রেস দেখার পদ্ধতি:
Windows 2000, XP:
Start/Run:
Enter in the command: cmd
At the command prompt enter in: ipconfig
Vista, WIndows 7:
Go to the command prompt by select the Windows logo and in the search box entering:
cmd
From the command prompt enter in the command: ipconfig
ধরি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস হচ্ছে ১৯২.১৬৮.১.১২।
প্রথমে আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ স্থাপন করুন। এরপরে সিস্টেম ট্রেতে থাকা উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন। অথবা Control Panel থেকে Network Connections এ গিয়ে উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন একটি স্টেটাস উইন্ডো আসবে। এবার General ট্যাবে থেকে Properties বাটনে ক্লিক করুন তাহলে প্রোপার্টিস উইন্ডো আসবে। এবার Advance ট্যাবে ক্লিক করে Internet Connection Sharing অংশে Allow other network users to connect through this computer’s internet connection চেক (যদি আপনার একাধিক লোকাল এরিয়ার সংযোগ থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে আপনি কোন লোকাল এরিয়াতে ইন্টারনেট শেয়ার দিবেন, আপনি আপনার পছন্দেরটি নির্বাচন করবেন।) করে Ok করুন। তাহলে Network Connections এর পরপর তিনটি ম্যাসেজ আসবে যেগুলোতে ধারাবাহিক ভাবে Ok Yes Ok করুন। এখন দেখুন আপনার কম্পিউটারের লোকাল আইপি পরিবর্তন হয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।
এখন আপনি লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১ পরিবর্তন করে পূর্বের আইপি ১৯২.১৬৮.১.১২ দিন এবং Ok করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই কম্পিউটারের লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার Default gateway এর আইপি এড্রেস হিসাবে ১৯২.১৬৮.১.১২ লিখুন। এরপরে Use the flowing DNS server addresses অপশন বাটন চেক করে Preferred DNS server এর আইপি এড্রেস হিসাবেও ১৯২.১৬৮.১.১২ লিখে Ok Ok Ok করুন।
এবার দেখুন আপনার এই কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ এসেছে। এভাবে আপনি অন্য আরেকটি কম্পিউটারে সংযোগ নিতে পারনে।
এর জন্য যে যে জিনিসগুলো লাগবে:
১.ল্যান কেবল
২.দু’টি পি.সি
৩। একটি ক্রস ওভার ক্যাবল।
কন্ডিশন ১
যদি আপনার কম্পিউটার ২ টা হয় তাহলে আপনাকে শুধুমাত্র একটি ল্যান কেবল সংগ্রহ করতে হবে।
কন্ডিশন ২
আর যদি কম্পিউটার ২ টার বেশি হয় তাহলে আপনার একটি সুইচ লাগবে।
কাজের ধাপঃ
১। প্রথম যে পিসিতে ইন্টারনেট কানেকশান আছে ঐ পিসিতে আরেকটি নতুন ল্যান কার্ড ইনষ্টল করুন।
২। একটি ক্রস ওভার ক্যাবল প্রথম পিসির দ্বিতীয় ল্যান কার্ডও দ্বিতীয় পিসির একমাত্র ল্যান কার্ডের সাথে কানেক্ট করুন।
৩। প্রথম পিসির মাই নেটওয়ার্ক প্লেস এর উপর রাইট বাটন ক্লিক করে প্রোপ্রাইটিস এ ক্লিক করুন। এখানে লোকাল এরিয়া কানেকশান নামে দু’টি আইকন পাবেন। প্রথম ল্যান কার্ডটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর এডভান্স এ ক্লিক করুন। ওখানে ইন্টারনেট কানেকশান শেয়ারিং এর অধীনে দু’টি অপশন পাবেন। দু’টিতে টিক চিহৃ দিয়ে ওকে-তে ক্লিক করুন।
৪। দ্বিতীয় পিসির লোকাল এরিয়া কানেকশান এ রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর ইন্টারনেট প্রোটোকল (টি.সি.পি/আই.পি) সিলেক্ট করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। জেনারেল ট্যাবের অধীনে অবটেইন এন আ.পি এড্রেস অটোমেটিক্যালি এবং অবটেইন ডি.এন.এস সার্ভার এড্রেস অটোমেটিক্যালিতে ক্লিক করে ওকে-তে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল। অনায়াসে উপভোগ করুন ইন্টারনেট কানেকশান শেয়ারিং এর সুবিধা।বিকল্প পদ্ধতি
আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস দেখে নিন।
আইপি এড্রেস দেখার পদ্ধতি:
Windows 2000, XP:
Start/Run:
Enter in the command: cmd
At the command prompt enter in: ipconfig
Vista, WIndows 7:
Go to the command prompt by select the Windows logo and in the search box entering:
cmd
From the command prompt enter in the command: ipconfig
ধরি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস হচ্ছে ১৯২.১৬৮.১.১২।
প্রথমে আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ স্থাপন করুন। এরপরে সিস্টেম ট্রেতে থাকা উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন। অথবা Control Panel থেকে Network Connections এ গিয়ে উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন একটি স্টেটাস উইন্ডো আসবে। এবার General ট্যাবে থেকে Properties বাটনে ক্লিক করুন তাহলে প্রোপার্টিস উইন্ডো আসবে। এবার Advance ট্যাবে ক্লিক করে Internet Connection Sharing অংশে Allow other network users to connect through this computer’s internet connection চেক (যদি আপনার একাধিক লোকাল এরিয়ার সংযোগ থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে আপনি কোন লোকাল এরিয়াতে ইন্টারনেট শেয়ার দিবেন, আপনি আপনার পছন্দেরটি নির্বাচন করবেন।) করে Ok করুন। তাহলে Network Connections এর পরপর তিনটি ম্যাসেজ আসবে যেগুলোতে ধারাবাহিক ভাবে Ok Yes Ok করুন। এখন দেখুন আপনার কম্পিউটারের লোকাল আইপি পরিবর্তন হয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।
এখন আপনি লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১ পরিবর্তন করে পূর্বের আইপি ১৯২.১৬৮.১.১২ দিন এবং Ok করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই কম্পিউটারের লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার Default gateway এর আইপি এড্রেস হিসাবে ১৯২.১৬৮.১.১২ লিখুন। এরপরে Use the flowing DNS server addresses অপশন বাটন চেক করে Preferred DNS server এর আইপি এড্রেস হিসাবেও ১৯২.১৬৮.১.১২ লিখে Ok Ok Ok করুন।
এবার দেখুন আপনার এই কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ এসেছে। এভাবে আপনি অন্য আরেকটি কম্পিউটারে সংযোগ নিতে পারনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন