পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 4:47:28 AM - Thursday, March 27, 2025

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

ফোল্ডারের ভেতরে ছবির প্রিভিউ দেখা না গেলে

Windows 7 এ কোন ফোল্ডারের ভেতরে ছবি রাখলে সেই ছবিটিই ছোট আকারে দেখায় অর্থাৎ ছবিটির প্রিভিউ দেখতে পাই ছবি না খুলেই ঠিক নিচের মতো করে।
কিন্তু কখনো যদি দেখেন যে এইরকম না দেখিয়ে এইরকম দেখাচ্ছে তখন কী করবেন? তখন যা করবেন তা হলো: যেকোন ফোল্ডার খুলে Organiz Menu তে ক্লিক করে Folder and Search options ক্লিক করুন। এবার View Tab হতে Always Show icons, never thumbnails এর উপর হতে টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে Ok করুন। এখন আপনার ছবির প্রিভিউ দেখতে পাবেন।

কোন মন্তব্য নেই: