কোন কোন ডকুমেন্ট তৈরি করার সময় জলছাপ দেয়ার প্রয়োজন হতেই পারে। আর সেটা করতে হলে
অফিস ২০০৩ বা পূর্বের ভার্শনে প্রথমে Edit Menu হতে Header & Footer এ ক্লিক ডায়ালগ বক্সটি
আসার পর Word Art হতে যা প্রয়োজন তা লিখে নির্দিষ্ট যায়গায় বসিয়ে দিয়ে Header & Footer ডায়ালগ বক্স Close করে দিলেই তা মূল লেখার পেছনে চলে যাবে এবং জলছাপের আকার ধারণ করবে।
অফিস ২০০৭ বা পরের ভার্শনে জলছাপ দিতে চাইলে Page Layout Tab এ ক্লিক করে Watermark বাটনে ক্লিক করতে হবে। যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে যে ষ্টাইলগুলো আছে সেগুলো দিয়ে যদি কাজ হয় তাহলে সেটির উপর ক্লিক করলে মূল পাতায় সেটি চলে আসবে এবং জলছাপ দেখা যাবে। কিন্তু যদি ইচ্ছেমতো লেখা দিতে চাই তাহলে Watermark বাটনে ক্লিক করে ডায়ালগ বক্স হতে Custom watermark এ ক্লিক করতে হবে। ডায়ালগ বক্স হতে কোন ছবিকে জলছাপ আকারে দিতে চাইলে Picture Watermark সিলেক্ট করে Select Picture এ ক্লিক করে পছন্দের ছবিটি দেখিয়ে দিতে হবে। আর যদি কোন লেখাকে জলচাপ আকারে দেখতে চাই তাহলে Text Watermark সিলেক্ট করে Text এর ঘরে নির্দিষ্ট লেখাটি লিখে Font এবং Font Size নির্ধারন করে Ok করতে হবে। আর যদি কোন বাংলা লেখাকে জলছাপ দিতে হয় তাহলে Watermark বাটনে ক্লিক করার পূর্বে তা ডকুমেন্টের ভিতর লিখে Cut অথবা Copy করে নিতে হবে। তারপর Text এর ভিতর Paste করে বাংলা ফন্ট ফছন্দমতো দিয়ে Ok করলেই আপনার পছন্দের জলছাপ তৈরি হয়ে যাবে। সোজাসুজি লেখা চাইলে Horizontal আর আড়াআড়ি লেখা চাইলে Diagonal সিলেক্ট করে দিতে হবে।
tags: watermark, এমএস ওয়ার্ডে জলছাপ, অফিস ২০০৭ এ জলছাপ
অফিস ২০০৩ বা পূর্বের ভার্শনে প্রথমে Edit Menu হতে Header & Footer এ ক্লিক ডায়ালগ বক্সটি
আসার পর Word Art হতে যা প্রয়োজন তা লিখে নির্দিষ্ট যায়গায় বসিয়ে দিয়ে Header & Footer ডায়ালগ বক্স Close করে দিলেই তা মূল লেখার পেছনে চলে যাবে এবং জলছাপের আকার ধারণ করবে।
অফিস ২০০৭ বা পরের ভার্শনে জলছাপ দিতে চাইলে Page Layout Tab এ ক্লিক করে Watermark বাটনে ক্লিক করতে হবে। যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে যে ষ্টাইলগুলো আছে সেগুলো দিয়ে যদি কাজ হয় তাহলে সেটির উপর ক্লিক করলে মূল পাতায় সেটি চলে আসবে এবং জলছাপ দেখা যাবে। কিন্তু যদি ইচ্ছেমতো লেখা দিতে চাই তাহলে Watermark বাটনে ক্লিক করে ডায়ালগ বক্স হতে Custom watermark এ ক্লিক করতে হবে। ডায়ালগ বক্স হতে কোন ছবিকে জলছাপ আকারে দিতে চাইলে Picture Watermark সিলেক্ট করে Select Picture এ ক্লিক করে পছন্দের ছবিটি দেখিয়ে দিতে হবে। আর যদি কোন লেখাকে জলচাপ আকারে দেখতে চাই তাহলে Text Watermark সিলেক্ট করে Text এর ঘরে নির্দিষ্ট লেখাটি লিখে Font এবং Font Size নির্ধারন করে Ok করতে হবে। আর যদি কোন বাংলা লেখাকে জলছাপ দিতে হয় তাহলে Watermark বাটনে ক্লিক করার পূর্বে তা ডকুমেন্টের ভিতর লিখে Cut অথবা Copy করে নিতে হবে। তারপর Text এর ভিতর Paste করে বাংলা ফন্ট ফছন্দমতো দিয়ে Ok করলেই আপনার পছন্দের জলছাপ তৈরি হয়ে যাবে। সোজাসুজি লেখা চাইলে Horizontal আর আড়াআড়ি লেখা চাইলে Diagonal সিলেক্ট করে দিতে হবে।
tags: watermark, এমএস ওয়ার্ডে জলছাপ, অফিস ২০০৭ এ জলছাপ
1 টি মন্তব্য:
আপনার দেয়া প্রতিটি পোস্ট কোন না কোন ভাবে কাজে লেগেছে। ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন