পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে শিক্ষা বৃত্তি আবেদনের শর্ত (১৩ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারী হতে হবে)

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে শিক্ষা বৃত্তি পাওয়ার আবেদন করার জন্য বর্তমান বেতন গ্রেড ১৩ থেকে ২০ হতে হবে। চাকরিতে যোগদানের সময় যে গ্রেডই থাকুক না কেন বর্তমানে ১৩ থেকে ২০ গ্রেডের মধ্যে থাকতে হবে। এ বিষয়ে একটি নির্দেশনা অফিস প্রধানদের নিকট প্রেরণ করা হয়েছে। গত বছর পর্যন্ত হয়তো অনেকেই ১০/১১/১২ ইত্যাদি গ্রেডে বেতন গ্রহণ করা সত্ত্বেও শিক্ষা বৃত্তি পেয়েছেন। এবার এটা স্পষ্ট করা হয়েছে।

তবে অবসরপ্রাপ্ত/অক্ষম/মৃত কর্মচারী যে গ্রেডেরই হোক না কেন আবেদন করতে পারবেন।

পত্রটি ডাউনলোড করুন এখান থেকে

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

সরকারি কর্মচারীদের বেতনের ব্যাংক হিসাব

সরকারি কর্মচারীগণ নিজেদের বেতন গ্রহণের জন্য যেকোনো তফসিলি ব্যাংকে একাউন্ট খুলতে পারেন। সেটা সরকারি অথবা বেসরকারি যেকোনো ব্যাংক হতে পারে। হতে পারে দেশের যেকোনো শাখা। যে শাখায় একাউন্ট খুলবেন সেটি অবশ্যই ইন্টারনেটের আওতায় থাকতে হবে। দেশের সকল ব্যাংকের প্রায় সকল শাখাই এখন ইন্টারনেটের আওতায়। তাছাড়া যে উপজেলায়, জেলায় বা ইউনিয়নের কর্মস্থল সেখানেই একাউন্ট খুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যেউ ব্যাংক থেকে ব্যক্তিগত লোন নিতে চান সেক্ষেত্রে যে ব্যাংক কম সুদে বেশি ঋণ দেয় সেই ব্যাংকে তিনি একাউন্ট খুলতে পারেন। এক ব্যাংকের একাউন্টে বেতন গ্রহণ করা শুরু করার পর যদি মনে হয় ব্যাংক পরিবর্তন করা প্রয়োজন সেক্ষেত্রে বর্তমান ব্যাংকের না-দাবী সাপেক্ষে আয়ন-ব্যয়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের সহায়তায় সেটা পরিবর্তন করা সম্ভব। ইএফটি-তে তথ্য এন্ট্রি সময় হিসাবের ধরণ, হিসাবের নাম, রাউটিং নাম্বার সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। বিশেষ করে শাখা নির্বাচনের ক্ষেত্রে একই নামে একাধিক শাখা থাকতে পারে। যেমন: উপশহর শাখা। এটা সিলেটে আছে আবার রাজশাহীতে আছে। তাই রাউটিং নাম্বার জেনে এন্ট্রি করলে এই ভুলটি হবে না। 

আগে থেকে কারো ব্যাংক একাউন্ট থাকলে সেটিও ব্যবহার করা যেতে পারে। অযথা একাউন্ট বাড়ানো মানে ঝামেলা বাড়ানো, খরচ বাড়ানো।