পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*
EFT লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
EFT লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য EFT সংক্রান্ত জরুরী নির্দেশনা (০৬/১২/২০২০)

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ০৬/১২/২০২০ তারিখের স্মারক মোতাবেক প্রাথমিক শিক্ষকদের ইএফটি ফরম পূরণ সংক্রান্ত একটি জরুরী পত্র প্রেরণ করা হয়েছে।

পত্রটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

EFT ফরম পূরণের ক্ষেত্রে লক্ষণীয় কিছু বিষয়

 User ID এবং Password দিয়ে প্রবেশ করে Master Data হতে Staff information Entry তে ক্লিক করলে ডানপাশে যে উইন্ডো আসবে National ID number ঘরে পে ফিক্সেশন এ দেওয়া পূর্বের নাম্বারটি টাইপ করে Go দিলে সার্ভার দিলে ছবিসহ বেশ কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। 

শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

EFT-তে মাতৃত্ব ছুটি এবং সন্তানের জন্ম তারিখের অসামঞ্জস্যতা নিয়ে কিছু প্যাঁচাল

** আমার লেখা আমার সম্পদ। দয়া করে কেউ নিজের ওয়ালে/গ্রুপে কপি করে নিজের নামে চালিয়ে দেবেন না। আমার লেখা সবাইকে জানানোর জন্য হলেও লিখতে মেধা এবং সময় দুটোই ব্যয় হয়। সংগৃহীত শব্দটি যুক্ত হয়ে আমার অস্তিত্ব হারিয়ে যাক এটাও আমি চাইনা।

 

মাতৃত্ব ছুটি এবং সন্তানের জন্ম তারিখের অসামঞ্জস্যতা নিয়ে কিছু প্যাঁচাল

--------------------------------------------------------------------

ইএফটি এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মচারীদের বেতন তাদের নিজ নিজ একাউন্টে প্রেরণের নিমিত্ত সার্ভিস বুক এবং এনআইডি অনুযায়ী ডিডিও কর্তৃক তার অধীনস্থ সকল কর্মচারীর তথ্য আইবাস সফটওয়্যারে  এন্ট্রি করতে হবে।