পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

ওয়ার্ডে অর্গানোগ্রাম বা বিভিন্ন ধরণের ফ্লো চার্ট বানাতে চান?

বিভিন্ন প্রয়োজনে আমাদের অর্গানোগ্রাম বা বিভিন্ন ধরণের ফ্লো চার্ট বানানোর প্রয়োজন। এটা আমরা এমএস ওয়ার্ডে খুব সহজেই করতে পারি।

ওয়ার্ড ২০০৩ এ Insert Menu থকে Diagram এ ক্লিক করুন। গ্যালারী থেকে যে ধরনটি পছন্দ হয় সেটি সিলেক্ট করে Ok ক্লিক করুন। এবার কোন বক্স মুছার প্রয়োজন হলে সেটির উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট চাপুন। আবার অতিরিক্ত যোগ করতে চাইলে যেটি প্রয়োজন সেটার উপর ক্লিক করে Insert করুন। আপনি ইচ্ছে করলে লেআউট ও পরিবর্তন করতে পারেন।
ওয়ার্ড ২০০৭ বা ২০১০ এ On the Insert tab, in the Illustrations group, click SmartArt.

 এখান থেকে Hierarchy সিলেক্ট করলেই বেশ কিছু ডিজাইন পাবেন। সেখান থেকে যেটি ভাল লাগে সিলেক্ট করে কাজ শুরু করুন। নতুন বক্স যোগ করতে চাইলে রাইট বাটন ক্লিক করে Add Shape এ ক্লিক করতে হবে।

Tags : অর্গানোগ্রাম , ডায়াগ্রাম , ফ্লোচার্ট , ফ্লো চার্ট , Organogram , Diagram , Flowchart

কোন মন্তব্য নেই: