পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 4:47:37 AM - Wednesday, March 26, 2025
Govt. লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Govt. লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০ হতে স্বাস্থ্য কার্ড গ্রহণ

সরকারি কর্মচারী হাসপাতাল স্বাস্থ্য কার্ড
-----------------------------------------
যে হাসপাতালের জন্য প্রযোজ্য:

সরকারি কর্মচারী হাসপাতাল,
ফুলবাড়িয়া, ঢাকা-১০০০

ঢাকা বিশবিদ্যালয়ের সুফিয়া কামাল হলের পাশেই ফোনিক্স রোডের ফুলবাড়িয়া বংগবাজারের অবস্থিত। 


এই হাসপাতাল থেকে সরকারি কর্মচারীরা প্রায় বিনামূলে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এতদিন এই হাসপাতাল থেকে সরকারি কর্মচারীরা সেবা গ্রহণ করতে চাইলে শুধুমাত্র নিজের আইডি কার্ড প্রদর্শন করলেই হতো। কিন্তু এখন নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন হাসপাতাল থেকে স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে স্বাস্থ্য সেবা গ্রহণ করা যাবে।

যারা আগে থেকে সেবা গ্রহণ করে আসছেন তারা ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে তাদের স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে সেবা গ্রহণ করবেন।

 
আর অন্য সকল কর্মচারী বছরের যেকোনো সময় এই কার্ড সংগ্রহের আবেদন করতে পারবেন।

আবেদন যে কারো মাধ্যমে জমা দেওয়া যাবে। তবে গ্রহণ করার জন্য নিজে যেতে হবে। 

পিআলএল ভোগরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীগণও কার্ড গ্রহণ করতে পারবেন।

নিজে, স্বামী-স্ত্রী, সন্তান (২৫ বছর পর্যন্ত), মা-বাবা, শশুর-শাশুরীর জন্য আবেদন করা যাবে। 

এখানে সকল ধরনের টেস্ট (পরীক্ষা) ফ্রি।  

 এই হাসপাতালের সেবার মান প্রাইভেট হাসপাতালের চেয়ে কোনো অংশেই কম নয়। সরকারি কর্মচারীদের প্রায় সকল সেবাই বিনামূল্যে দেওয়া হয়। অনেকে বলে থাকেন, সরকারি হাসপাতালে বেসরকারি ছোঁয়া।

এই স্বাস্থ্য কার্ড শুধুমাত্র সরকারি কর্মচারি হাসপাতালের জন্য প্রযোজ্য। এই একটিমাত্র হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে এই কার্ড নিয়ে সুবিধা গ্রহণ করা যাবেনা। 

 

 

আবেদন করার জন্য ফরম ডাউনলোড করা যাবে এখান থেকে 

 

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

Android Apps থেকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ আপনার বেতনের খসড়া দেখুন

জাতীয়বেতন স্কেল ২০১৫ এ আপনার কিংবা পরিচিতজনের বেতন কত হলো সেটা একটু দেখে নিতে পারেন একটি এ্যাপস থেকে। এখান থেকে শুধুমাত্র খসড়া দেখুন। যদি এখান থেকে চুড়ান্ত করতে চান তবে অবশ্যই সঠিক তথ্য দিন। পরবর্তী তে কম্পিউটার থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে প্রিন্ট নিতে পারেন। এ্যাপসটি ডাউনলোড করুন এই লিংক থেকে









শুক্রবার, ৩ জুলাই, ২০১৫

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (AUEO / ATEO) পদে চাকরির আবেদন

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (AUEO / ATEO) পদে চাকরির আবেদন প্রকাশিত হয়েছে ২৯/০৬/২০১৫ তারিখে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৮/০৭/২০১৫ ।

tags: AUEO ATEO Assistant upazila education officer, Assistant thana education officer, upazilla,  advertisement

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসসমূহের ফেসবুক পেজের ঠিকানা

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপতর সহ এর আওতাধীন ৬৭ টি বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোট ৬৮ টি পৃথক facebook page খোলা হয়েছে।নিম্নে তালিকা টি সংযুক্ত করা হল।এর মাধ্যমে দেশের সকল নাগরিক পাসপোর্ট সংক্রান্ত সেবার মান উন্নয়নে তাদের মূল্যবান মতামত তুলে ধরতে পারবেন, উদ্ভাবনী ধারনা শেয়ার করতে