অফিস ২০০৩ বা পূর্বের ভার্শনে কোন ডকুমেন্টের ফুটারে ফাইলের নাম এবং লোকেশান দেয়া খুব সহজ ছিল। Header & Footer থেকে Auto Text এর File name & path এ ক্লিক করলেই চলে আসতো। কিন্তু
অফিস ২০০৭ বা পরের ভার্শনে এটা খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে। নিম্নের পদ্ধতি অনুসর করে এটা আমরা করতে পারি:
Insert Tab এর Ribbon হতে Footer এ ক্লিক করতে হবে।
Edit Footer এ ক্লিক
Quick Parts হতে Field এ ক্লিক
বামপাশের তালিকা হতে FileName এ ক্লিক করে ডানপাশে Add Path to Filename এর বামপাশে টিক চিহ্ন দিয়ে Ok করলেই
ফাইলের নাম এবং লোকেশান ফুটারে চলে আসবে।
অফিস ২০০৭ বা পরের ভার্শনে এটা খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে। নিম্নের পদ্ধতি অনুসর করে এটা আমরা করতে পারি:
Insert Tab এর Ribbon হতে Footer এ ক্লিক করতে হবে।
Edit Footer এ ক্লিক
Quick Parts হতে Field এ ক্লিক
বামপাশের তালিকা হতে FileName এ ক্লিক করে ডানপাশে Add Path to Filename এর বামপাশে টিক চিহ্ন দিয়ে Ok করলেই
ফাইলের নাম এবং লোকেশান ফুটারে চলে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন