পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪ এর হবিগঞ্জ জেলার ফলাফল (Updated অন্যান্য জেলাসহ)

হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি শুধু হবিগঞ্জ জেলার ফলাফল আমার সাইটে আপলোড করছি। অন্যান্য জেলার ফলাফল সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট এবং মুঠোফোনের মাধ্যমে জানা যাবে। ৩০.১২.২০১৪ তারিখ দুপুর ১২:৩০টায় ফলাফল প্রকাশিত হবে। লিংক সচল না থাকলে মাউসের ডান বাটনে ক্লিক করে Reload অথবা Refresh করুন।

ফলাফল জানতে হলে নির্দিষ্ট লিংক এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Save Link As... অথবা Save Target As...এ ক্লিক করে সেভ করুন।



প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪

** এক নজরে হবিগঞ্জ জেলার সকল উপজেলার পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন (ইবতেদায়ী শিক্ষা)

শুধুমাত্র পাশ রোলনম্বর এবং গ্রেডপয়েন্ট ডাউনলোড করুন:




পরীক্ষার্থীর রোল নম্বর ও নামসহ বিষয়ভিত্তিক গ্রেডপয়েন্ট জানতে নির্দিষ্ট উপজেলায় ক্লিক করুন:

আজমিরীগঞ্জ     
বাহুবল       নবীগঞ্জ       হবিগঞ্জ সদর     বানিয়াচং 

  লাখাই     চুনারুঘাট    মাধবপুর


প্রত্যেক বিদ্যালয়ের আলাদা আলাদা পাশের পরিসংখ্যান:

আজমিরীগঞ্জ      
বাহুবল      নবীগঞ্জ      হবিগঞ্জ সদর      বানিয়াচং      লাখাই 



ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪ 

পাশ রোল নম্বর এবং গ্রেড পয়েট জানতে উপজেলা নামের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে সেভ করে নিন:



প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল মুঠোফোনে জানার জন্য উপজেলা কোড


এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও প্রাথমিকের ফল জানা যাবে।

ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

সকল জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল 



tags: primary terminal exam, psc, madrasah, madrasa education, মাদ্রাসা বোর্ড, ইবতেদায়ী, এবতেদায়ী, এবতেদায়ি শিক্ষা

কোন মন্তব্য নেই: