এতদিন সরকারি কর্মচারী যাদের উপর আয়কর ফরজ হয়েছে তারা বছর শেষে আয়কর রিটার্ন দাখিলের সময় হলে তার উপর আরোপিত আয়কর দিয়ে রিটার্ন দাখিণ করতেন। কিন্তু চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মহোদয় কন্ট্রোলার জেনারেল অব অডিট মহোদয়কে একটি ডিও লেটার প্রেরণ করেছেন এই মর্মে যে, এখন থেকে বেতন বিলের সাথে প্রতি মাসে মাসে যার যার নির্ধারিত আয়কর কর্তন করে ফেলার জন্য। পত্রটি ডাউনলোড করতে
এবং ৫ সেকেন্ড অপেক্ষা করুন, তারপার SKIP AD এ ক্লিক করুন
লিংক এ ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা করে নিচের ছবির মতো ডানপাশে উপরে Skip Ad এ ক্লিক করুন।