পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

সো্স্যাল মিডিয়া এওয়ার্ড


যেকোনো কিছুতে জয়ী হওয়া সব সময়ের জন্যই আনন্দের। আর সেই স্বীকৃতি যদি পাওয়া যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শীর্ষ তিনজন কর্মকর্তার নিকট থেকে তাহলে সেই আনন্দের পরিমাণ কতটুকু তা শুধু যে পায় সেই জানে। আবার সেই প্রাপ্তিটা যদি ঈদ এর দিনে হয় তাহলে তো সেই আনন্দ আরও বহুগুন বেড়ে যায়। যেমনটা ঘটেছে আমার বেলায়। মাননীয় মন্ত্রী পরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় কর্তৃক স্বাক্ষরিত একটি সনদ পাওয়া যেকোনো সরকারি চাকরিজীবীর জন্যই একটি স্বপ্ন। আমার মত মানুষের বেলায় তো সারা জীবনের জন্য এটি একটি বড় অর্জন। facebook যে শুধু বিনোদনের জন্য নয় এটাকে যে অনেক ভাল কাজেও ব্যবহার করা যায় আমার এই স্বীকৃতি তা ই প্রমাণ করেছে। Facebook এর মাধ্যমে নাগরিক জীবনের সমস্যাগুলো খুব সহজেই উপস্থাপন করা সম্ভব। বড় বড় কর্মকর্তাদের সাথে দেখা করে সমস্যা তুলে ধরা সাধারণ মানুষের কাছে অত্যন্ত কঠিন একটি কাজ ছিল যা facebook চোখের পলকে সহজ করে দিয়েছে। পত্রের মাধ্যমে যোগাযোগও ছিল দীর্ঘ সময়ের ব্যাপার। সরকার চায় জনগণের সমস্যা facebook এর মাধ্যমে কর্তৃপক্ষের নজরে আসুক। তাহলে দ্রুত সাড়া দেয়া সম্ভব। আর হচ্ছেও তাই। এই কাজটুকু করেই আমি স্বীকৃতি লাভ করেছি। আজ আমি অনেক বেশি গর্বিত আর সম্মানিত বোধ করছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার শুভাকাঙ্ক্ষীদের নিকটও আমি অনেক অনেক কৃতজ্ঞ।

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

we feel proud to get u in urc. congratualation. carry on and do the best for man and mankind. foysal, instructor, urc. urcsreem@gmail.com