পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ১৫ জুন, ২০২২

WhatsApp ব্যবহার করুন কম্পিউটারে, কোনো সফটওয়্যার ইন্সটল না করে শুধু ব্রাউজার দিয়ে

 যারা WhatsApp ব্যবহার করেন তারাই শুধু জানেন এটা ব্যবহারের কত সুবিধা। অডিও, ভিডিও কল করা, ছবি কিংবা যেকোনো ধরণের ফাইল শেয়ার করার জন্য একটি আদর্শ মাধ্যম এটি। এতদিন শুধু মুঠোফোনে ব্যবহার করা গেলেও এখন এই সুবিধা কম্পিউটারেও উপভোগ করা যাচ্ছে। অনেকেই এই সুবিধা কাজে লাগাচ্ছেন। যারা জানেন না তারা এবার জেনে নিন।


আর এই কাজটি করা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার।

যেকোনো ব্রাউজার চালু করুন। 

এড্রেসবারে টাইপ করুন web.whatsapp.com

কিছুক্ষণের মধ্যে একটি QR কোড ভেসে উঠবে কম্পিউটারের স্ক্রীনে।



এবার আপনার হাতে থাকা মুঠোফোনে whatsapp চালু করুন।

উপরে ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন সেটাতে ট্যাপ করুন।



Linked Devices লেখার উপরে ট্যাপ করুন।

এবার LINK A DEVICE বাটনে ট্যাপ করুন।



মুঠোফোনের ক্যামেরা চালু হলে মুঠোফোনটি কম্পিউটারের স্ক্রীনের দিকে সেট করুন যেন স্ক্রীনে থাকা QR কোডটি স্ক্যান করতে পারে।

স্ক্যান হয়ে গেলে কাজ শেষ, অটোমেটিক Whatsapp স্ক্রীন চলে আসবে আপনার কম্পিউটারে।

এবার আপনার প্রয়োজন অনুযায়ী সকল কাজ করতে পারবেন এখান থেকে শুধু কল করা ছাড়া।

কম্পিউটার থেকে লগ আউট হতে চাইলে স্ক্রীনের বামদিকের তিনটি ডট রয়েছে সেখানে ক্লিক করে Log Out বাটনে প্রেস করতে হবে।



ভুলে গেলেও সমস্যা নেই। মুঠোফোনের তিন ডটে ট্যাপ করে Linked Devices এ গেলে দেখা যাবে কোন কোন কম্পিউটারে লগ ইন করা আছে। যেখান থেকে লগ আউট করা প্রয়োজন বলে মনে করেন সে ডিভাইসের উপর ট্যাপ করে Log Out চেপে দিন। ব্যাস আর টেনশন নেই।





1 টি মন্তব্য:

Desh Bondhu বলেছেন...

অনেক সুবিধা । আমি কাজ করতে শুরু করেছি ।