পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ৬ জুলাই, ২০২২

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং জিপিএফ এর ব্যালেন্স

 বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ১লা জুলাই বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয়ে থাকে। তবে যাদের চাকরির বয়স ৬ মাস হয়নি তারা ইনক্রিমেন্ট পাবেন না। তাছাড়া সবাই ইনক্রিমেন্ট পাবেন। এটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। তবে - 

* যারা নতুন নিয়োগপ্রাপ্ত এবং চাকরিকাল ৬ মাসের বেশি 

* যাদের ০১/০৭/২০২১ অথবা তার পূর্বের কোনো ইনক্রিমেন্ট যোগ হয়নি

* যাদের কোনো ধরনের বেতন নির্ধারণী/ ফিক্সেশন হিসাবরক্ষণ অফিসে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে - তাদের ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবেনা। তারা নিজ  নিজ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে ইনক্রিমেন্ট যুক্ত করে নিতে হবে।

এই ইনক্রিমেন্ট যুক্ত করার জন্য কোনো ধরনের ফিক্সেশন করতে হয় না। সবাই নিজ দায়িত্বে www.payfixation.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে যার যার ইনক্রিমেন্টের কপি ডাউনলোড করে চেক করবেন, প্রয়োজনে প্রিন্ট নিয়ে রাখতে পারেন। 

যাদের ইনক্রিমেন্ট যুক্ত হয়নি তারা জুলাই মাসের বেতন তৈরি করার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে এটা যুক্ত করে নিবেন। 

** অনেকের ইনক্রিমেন্ট কপিতে পদবী , কর্মস্থল ভুল দেখাতে পারে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটাও হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে সংশোধন করা যাবে।


সাধারণ ভবিষ্য তহবিল (GPF) এর ব্যালেন্স জানা:

www.pension.gov.bd এই ওয়েব সাইট থেকে প্রত্যেকে নিজ নিজ জিপিএফ এর ব্যালেন্স জেনে নিন। মাসভিত্তিক হিসাব নিতে চাইলে যার যার DDO এর সাথে যোগাযোগ করে উনার আইডি থেকে প্রিন্ট নিতে পারবেন।

২০২১-২২ অর্থবছরের শুরুর ওপেনিং ব্যালেন্স হবে ২০২০-২১ অর্থবছরের সর্বশেষ স্থিতির সমান। অর্থাৎ আগের বছরের শেষ এবং বর্তমান বছরের শুরুর টাকার পরিমাণ অবশ্যই এক হবে। এটা স্বয়ংক্রিয়ভাবেই হয়ে থাকে। কোনো কারণে মিল না থাকলে আগের বছরের ব্যালেন্স হিসাবরক্ষণ অফিসারের আইডি থেকে Balance Forward অপশন ব্যবহার করে ফরওয়ার্ড করিয়ে নিতে হবে।

** যারা জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর মূল বেতনের ২৫% পর্যন্ত জিপিএফ এর মাসিক চাঁদা বৃদ্ধি করতে চান তারা নিজ নিজ ডিডিও এর সাথে যোগাযোগ করে বাড়িয়ে নিন বেতন প্রস্তুত করার পূর্বেই।

কোন মন্তব্য নেই: