১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ
এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।
এক্ষেত্রে, যা করতে হবেঃ
- প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন।
- যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: "। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে।
- এন্টার দিন।
- একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে।
পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে ডিস্কটিকে NTFS এ ফরম্যাট করা যায়।
এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properties> Hardware এ গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে।
এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে। এবার ফরমেট করুন।
৩) উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট বা ডস ফরম্যাট ব্যবহার করেঃ
এক্ষেত্রে Start থেকে Control Panel এ গিয়ে Administrative Tools এ দুই বার ক্লিক করতে হবে। তারপর Computer Management এ দুই বার ক্লিক করতে হবে। এখন বাঁ পাশ থেকে Disk Management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ/ মেমরি কার্ডসহ সব কটি ড্রাইভের লিস্ট দেখাবে। সেখান থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।
৪) সফটওয়্যার ব্যবহার করেঃ
উপরের কোন পদ্ধতিতে ইউএসবি ডিস্ক ফরম্যাট না হলে HP USB Disk Storage Format Tool সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এই টুল দিয়ে ইউএসবি ডিস্ককে ডস স্টার্টআপ ডিস্কও বানানো যাবে। সফটওয়্যারটির ব্যবহার খুবই সহজ। মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যারটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজেই ব্যবহার করে দেখুন।
আরো একটি সফটওয়্যার ডাউনলোড করুন FormatMyUSB
এই রকম আরেকটি সফটওয়্যার Rufus . ডাউনলোড করুন এখান থেকে এটি ইন্সটল করতে হয় না। পোর্টেবল ভার্শন।
Rufus is a small utility that helps format and create bootable USB flash drives, such as USB keys/pendrives, memory sticks, etc.
Tags: USB Drive format, ইউএসবি ড্রাইভ ফরেমট, পেনড্রাইভ, মেমোরী কার্ড ফরমেট, pendrive, pen drive, memory card, How to format pendrive, How to format flash drive
৩টি মন্তব্য:
nice bro
bro so nic idea tnx
আমার পেনড্রাইভ ভালো আছে অন্য PC তে চেক করছি কিন্তু আমার Laptop এ FAT32 দেখাচ্ছে মেমরি পেনড্রাইভ একই দেখাচ্ছে
একটি মন্তব্য পোস্ট করুন