ছবি নিয়ে কাজ করার জন্য Adobe Photoshop এর কোন বিকল্প নেই। হাতের কাছে এই সফটওয়্যার না থাকে সেক্ষেত্রে এতবড় ফাইল ইন্টারনেট থেকেও ডাউনলোড করা প্রায় অসম্ভব
(স্পীডের যা অবস্থা)। আর পিসির কনফিগারেশন দুর্বল হয় তখন তো ফটোশপ ইন্সটল করলেও তা রান করানো কষ্টকর। ফটোশপের বিকল্প হিসেবে মাত্র 7 মেগাবাইটের একটি সফটওয়্যার XnView v2.04 ব্যবহার করা যেতে পারে। এটি দিয়ে খুব ভাল মানের কাজ করা না গেলেও প্রাথমিক কাজগুলো সেরে নেয়া যায খুব সহজেই। যেমন: ছবি crop, Resize, rotate, Adjust brightness, contrast,
সবচেয়ে বড় সুবিধা হলো এটি পোর্টেবল ভার্সনে আছে। ফলে ইন্সটল করা, আনইন্সটল করারও কোন ঝামেলা নেই। তাহলে ডাউনলোড করে ফেলুন এখান থেকে।
এছাড়াও যেসব কাজ করা যায় তা হলো:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন