পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

MP3 ফাইলের ট্যাগ তৈরি/’পরিবর্তন করুন সহজেই

MP3 ফাইল যখন পিসি অথবা অন্য কোন ডিভাইসে প্লে করা হয় তখন সেগুলোর বিভিন্ন ট্যাগ আমরা দেখি। যেমন: Title, Artist, Album, Year, Genre, Picture ইত্যাদি। বিশেষ করে অন্য কারো নাম, ফোন নম্বর বা ছবি দেখতে কারই বা ভাল লাগে। এগুলো আগে থেকে দেয়া থাকে যা আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারি। এটা করার জন্য TagScan নামক মাত্র 2 মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন। এটা পোর্টেবল ভার্সন তাই ইন্সটল বা আনইন্সটল করার কিছু নেই। শুধু ডাউনলোড করে আনজীপ করে নিলেই হলো। এটা দিয়ে একসাথে একটা ফোল্ডার এবং তার ভিতরের সাব-ফোল্ডারসহ সকল ফোল্ডারের MP3 ফাইলের ট্যাগ একসাথে এডিট করা যায়। এখান থেকে ডাউনলোড করে নিন।

 

 

 

 

কোন মন্তব্য নেই: