পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ২২ মে, ২০২৪

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

পবিত্র রজমান মাসে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি

 ২০২৪ সালের পবিত্র রমজান মাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ০৭/০৩/২০২৪ তারিখে প্রকাশ করা হয়েছে।

রমজান মাসের সময়সূচি: সকাল ৯:০০ ঘটিকা থেকে ৩:৩০ ঘটিকা পর্যন্ত


সময়সূচি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা (১১-১২-২০২৩)

 ২০২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ৪+ এবং ৫+ বয়সী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। উক্ত নির্দেশিকা অনুসরণপূর্বক শ্রেনি পাঠদান পরিচালনা করতে হবে।

নির্দেশনাটি ডাউনলোড করুন এখান থেকে

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সু্ষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা প্রদান সংক্রান্ত পত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সু্ষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা প্রদান সংক্রান্ত পত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৯ নভেম্বর ২০২৩ তারিখের ১৯২৭ নং স্মারক মোতাবেক মাঠ পর্যায়ের দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

পত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

জাতীয় ওয়েব পোর্টালের সেবাবক্সে ফাইল সংযোজন করার পদ্ধতি

 একটা উদাহরণ দেয়া যাক:

বলা হলো প্রত্যেক অফিস তাদের নিজ নিজ অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ওয়েব পোর্টালে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এপিএ আপলোড করার জন্য সেবাবেক্স বেছে নিতে হবে। তাহলে জেনে নেয়া যাক কীভাবে সেবা বক্স এডিট করে সেখানে এপিএ আপলোড করতে হয়।

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

প্রধান শিক্ষক পদে পদোন্নতি গ্রহণে অনচ্ছিুক সহকারী শিক্ষকগণের আবেদন

 সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক শিক্ষকগণের আবেদনসহ পদোন্নতির প্রস্তাব প্রেরণ করার নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে মাঠ পর্যায়ে পত্র প্রেরণ করা হয়েছে। নির্দেশনা পত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

২০২২-২৩ আয়বর্ষের (করবর্ষ ২০২৩-২৪) আয়কর রিটার্ন অনলাইনে দাখিল

 ২০২২-২৩ অর্থবছরের আয়ের উপর ভিত্তি করে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনলাইন অপশন চালু হয়েছে।

রিটার্ন দাখিল করার ওয়েবসাইট: https://etaxnbr.gov.bd/#/auth/sign-in

প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। সেক্ষেত্রে নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার লাগবে। 

রেজিস্ট্রেশন হয়ে গেলে সাইন ইন করে রিটার্ন দাখিল করুন। 

এবার এক পাতার রিটার্ন দাখিল করার জন্যও অনলাইনে সুযোগ রাখা হয়েছে।

কারা এক পাতার রিটার্ন দাখিল করতে পারবেন:

  • করযোগ্য আয় অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।
  • মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।
  • গণকর্মচারী নন।
  • মোটরযানের মালিক নন।
  • সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন।
  • বিদেশে পরিসম্পদের মালিক নন।
  • কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন।

 উপরের শর্তের কোনো একটি পূরন না হলে এক পাতার রিটার্ন দাখিল করা যাবেনা।


শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

মাসিক কল্যাণ ভাতা, এককালীন যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান উত্তোলন করার ক্ষমতা অর্পন ও অভিভাবক মনোনয়নের প্রত্যয়ন পত্রের নমুনা

 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে মৃত কর্মচারীর মাসিক কল্যাণ ভাতা, এককালীন যৌথবীমা ও দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান উত্তোলন করার ক্ষমতা অর্পন ও অভিভাবক মনোনয়ন এর প্রত্যয়নপত্রের নমুনা ১০-১০-২০২৩ তারিখে প্রকাশিত হয়। 

প্রত্যয়নপত্রের নমুনাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

রবিবার, ১ অক্টোবর, ২০২৩

দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা বিল দাখিলকরণ

 দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমনভাতা বিল দাখিলকরণের নিমিত্ত একটি নির্দেশনা অর্থ মন্ত্রনালয় থেকে প্রেরণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে অনলাইন এবং অফলাইনে বিল দাখিল করতে হবে। 

নির্দেশনাটি ডাউনলোড করুন এখান থেকে

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮

 সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

সরকারি চাকরি আইন, ২০১৮

 সরকারি চাকরি আইন, ২০১৮ সরকার  ১ অক্টোবর ২০১৯ তারিখে কার্যকর হইবার তারিখ নির্ধারণ করা হইয়াছে।

আইনটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯

 সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৮ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ

 সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ অনুসরণ করার নিমিত্ত পরিপত্র জারী করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয় হতে।

এ সংক্রান্ত পরিপত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ২০২১ (সংশোধিত)

 প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে।

নির্দেশিকাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সিলেট বিভাগের বৃত্তি পরীক্ষার গেজেট ২০২২

 প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সিলেট বিভাগের গেজেট ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

ডাউনলোড করুন এখান থেকে


Scholorship gazette 2022

মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের মূল্যায়ন

 সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত একটি পত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ০৯ মে ২০২৩ তারিখে জারী হয়েছে। 

পত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বুধবার, ২২ মার্চ, ২০২৩

আইবাস++ এ Stock Take of Bank Account সংক্রান্ত তথ্য এন্ট্রি

 IBAS++ সফটওয়্যারে অফিসিয়াল ব্যাংক একাউন্ট সংক্রান্ত  এন্ট্রির নির্দেশনা রয়েছে। যারা এখনো এন্ট্রি করেন নি তারা মার্চ ২০২৩ মাসের বেতন বিল সাবমিট করতে সমস্যা সম্মুখীন হতে পারেন। 


তাই দ্রুত এন্ট্রি সম্পন্ন করে ফেলুন।

কীভাবে এই তথ্য এন্ট্রি করতে হবে এখানে আমি খুব সংক্ষেপে আলোচনা করব।

কোন কোন ব্যাংক একাউন্টের তথ্য এন্ট্রি হবে: 

১। শুধুমাত্র অফিসিয়াল হিসাবের তথ্য এন্ট্রি করতে হবে

২। কোনো ব্যাক্তিগত হিসাবের তথ্য এন্ট্রি করতে হবেনা

৩। কোনো হিসাব স্থগিত অবস্থায় থাকলে সেগুলোও এন্ট্রি হবে

৪। অফিসিয়াল চিঠি দিয়ে কোনো হিসাব বন্ধ করে দিয়ে থাকলে সেটি এন্ট্রি হবেনা


এটা দুই ধাপে সম্পন্ন হবে। প্রথমে অফিসের ১১ থেকে ১৬ গ্রেডের যেকোনো একজন কর্মচারী আইবাসে রেজিস্ট্রেশন করে তথ্য এন্ট্রি দিবেন। পরবর্তীতে ডিডিও আইডি থেকে সেগুলো এপ্রোভ করবেন। 

এন্ট্রি ইউজার আইডি রেজিস্ট্রেশন:

১। আইবাস++ প্রবেশ করে Register Yourself এ ক্লিক করতে হবে (আইবাসে প্রবেশ করতে ক্লিক করুন এখানে)

২। যিনি রেজিস্ট্রেশন করবেন উনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে GO বাটনে ক্লিক করবেন এবং মোবাইলে ওটিপি গেলে সেটি এখানে প্রবেশ করাবেন।

৩। পছন্দমতো একটি ইউজার আইডি দিতে হবে যা আগে কেউ কখনো এই সিস্টেমে দেননি। অফিসের নাম ব্যবহার না করাই ভালো যেমন: UEO..., UCO... URC... । বরং নিজের নাম, নামের সাথে কোনো সংখ্যা, অথবা ইমেইল আইডির হুবহু কোনো নাম ব্যবহার করা যেতে পারে। কোনো নাম  এখানে অনেকেই নিজের মোবাইল নাম্বারটিকে আইডি হিসেবে ব্যবহার করতে চান। 

একটি অফিস আদেশ তৈরি করতে হবে উনাকে মনোনয়ন দিয়ে এবং সেটি আগেই স্ক্যান করে রাখতে হবে এখানে আপলোড করার জন্য । সফট কপি বা  ওয়ার্ড ফাইল ডাউনলোড করুন এখান থেকে

৪। সকল তথ্য দিঁয়ে সাবমিট করতে হবে। ইউজার আইডি ইউনিক না হলে পূনরায় নতুন আইডি দিয়ে চেষ্টা করতে হবে

৫। এবার ডিডিও আইডি থেকে লগ ইন করে Security মডিউলে প্রবেশ করতে হবে।

৬। সেখানে থেকে ডিডিও কারিগরী টিমের নিকট ফরওয়ার্ড করবেন। 

৭। সংশ্লিষ্ট কর্মচারীর ইমেইল এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমেম পাসওয়ার্ড প্রেরণ করা হবে। 

৮। সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।


ব্যাংক একাউন্টের তথ্য এন্ট্রি:

১। এন্ট্রি ইউজার তার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন

২। Budget Execution ----- Master Data ---- Budgetary Central Government (MDAS)------Stock Taking of Account - Entry তে যেতে হবে

৩। Go 

৪। অফিসের ঠিকানা লিখতে হবে

৫। ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য এন্ট্রি করে সাবমিট করতে হবে

৬। এভাবে একাধিক হিসাবের তথ্য এন্ট্রি দেয়া যাবে

এবার সবগুলো একাউন্টের তথ্য আবার সাবমিট করতে হবে।


৭। ডিডিও আইডিতে লগ ইন Budget Execution --- Master Data (Bank Account) অপশন ব্যবহার করে অনুমোদন দিবেন।