পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

২০২২-২৩ আয়বর্ষের (করবর্ষ ২০২৩-২৪) আয়কর রিটার্ন অনলাইনে দাখিল

 ২০২২-২৩ অর্থবছরের আয়ের উপর ভিত্তি করে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনলাইন অপশন চালু হয়েছে।

রিটার্ন দাখিল করার ওয়েবসাইট: https://etaxnbr.gov.bd/#/auth/sign-in

প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। সেক্ষেত্রে নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার লাগবে। 

রেজিস্ট্রেশন হয়ে গেলে সাইন ইন করে রিটার্ন দাখিল করুন। 

এবার এক পাতার রিটার্ন দাখিল করার জন্যও অনলাইনে সুযোগ রাখা হয়েছে।

কারা এক পাতার রিটার্ন দাখিল করতে পারবেন:

  • করযোগ্য আয় অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।
  • মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।
  • গণকর্মচারী নন।
  • মোটরযানের মালিক নন।
  • সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন।
  • বিদেশে পরিসম্পদের মালিক নন।
  • কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন।

 উপরের শর্তের কোনো একটি পূরন না হলে এক পাতার রিটার্ন দাখিল করা যাবেনা।


কোন মন্তব্য নেই: