পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

বেতন নির্ধারণী বিবরণী ডাউনলোড করে রাখুন PDF ফরমেটে


জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী অনলাইন বেতন নির্ধারণ করে তা প্রিন্ট করে হার্ডকপি হিসা্বরক্ষণ অফিসে দাখিল করতে হয়। ধরুন আপনি যে কম্পিউটারে বসে অনলাইনে বেতন নির্ধারণী বিবরণী প্রস্তুত করেছেন কিন্তু সেখানে
প্রিন্ট করার কোন ব্যবস্থা নেই। আবার প্রিন্ট করার জন্য যে পিসিতে বসলেন সেখানে ইন্টারনেট সংযোগ নেই। তখন সাময়িকভাবে আপনার মেজাজ বিগড়ে যেতেই পারে। তাই অনলাইনে কাজটি করার পর বেতন নির্ধারণী বিবরণীটি পিডিএফ ফরমেটে সেভ করে রেখে দিন। তারপর যেকোন পিসি থেকে প্রিন্ট করে নিন। পরবর্তীতে আর ইন্টারনেট সংযোগ দরকার হবে না। সেটা করার জন্য যা করতে হবে:

১। যেকোন একটি পিডিএফ রাইটার সফটওয়্যার  ইন্সটল করে নিন। (যেমন: DoPDF, Primo PDF, Cute PDF ইত্যাদি)
সংগ্রহে না থাকলে এই লিংকটি দেথুন  অথবা PDF Creator লিখে গুগলে দিন।
২। এবার বেতন নির্ধারণী বিবরণী খোলে প্রিন্ট প্রিভিউ-তে গিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করুন। এবার প্রিন্টার হিসেবে পিডিএফ রাইটার সফটও্য়্যারটি সিলেক্ট করুন।
৩। ওকে করে প্রিন্ট ফা্ইনাল করুন।
৪। নাম এবং স্থান নির্বাচন করে সেভ করুন।
কয়েক সেকেন্ডের মধ্যে পিডিএফ আকারে খুলে যাবে আপনার বেতন নির্ধারণী বিবরণী। তবে পিডেএফ রিডার না থাকলে কিন্তু ফাইলটি খুলবে না তবে সেভ হয়ে যাবে। অন্য যেকোন পিসিতে এটা খুলে পড়া কিংবা প্রিন্ট নেয়া যাবে।

কোন মন্তব্য নেই: