পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

অভ্র (Avro) ব্যবহার করেই SutonnyMJ ফন্ট লিখুন, অন্য কোন সফটওয়্যার প্রয়োজন নেই

যারা সচরাচর অভ্র কীবোর্ড দিয়েই বাংলা লেখার কাজটুকু সেরে নেন (সেটা হতে পারে ইউনিবিজয়, মুনির কিংবা অভ্র ফনেটিক ব্যবহার করে) তারা Vrinda, Nikosh, NikoshBAN, SiyamRupali,
Kalpurush ফন্ট ব্যবহার করে থাকেন। এগুলো ইউনিকোড ভিত্তিক ফন্ট। কিন্তু কখনো কখনো তো নির্দিষ্ট করেই বলে দেয়া হয় যে, SutonnyMJ ঘরানোর ফন্ট ব্যবহার একটি ডকুমেন্ট তৈরি করে সফট কপি প্রেরণ করার জন্য। তখন তো নিশ্চয়ই আপনি বিজয় সফটওয়্যারের দ্বারস্ত হয়ে থাকেন। ইন্সটল করা না থাকলে কিংবা সেটআপ ফাইলও না থাকে তখন তো বিরক্ত হওয়ারই কথা। কিন্তু আপনি নিজেও হয়তো জানেন না যে অভ্র কীবোর্ডেই এই কাজটুকু করে নেয়া যায়। তবে সেটা 4.1 এর পরের ভার্সন হতে হবে। এবার দেখে নিন কীভাবে এটা করবেন।

উপরের ছবির মতো গিয়ার বাটনে ক্লিক করে output as ANSI এ ক্লিক করুন। 
এবার SutonnyMJ ফন্ট সিলেক্ট করে নিন। এখন বাংলা মোডে নিয়ে আপনার পছন্দের কীবোর্ড লেআউট ব্যবহার করে লেখা শুরু করে দিন।

যদি কোন কারণে কোন বর্ণ লিখতে সমস্যা হয় সেক্ষেত্রে Kalpurush ফন্ট দিয়ে লিখে পরে ফন্ট পরিবর্তন করে নিন

 SutonnyMJ ফন্টটি এখান থেকে ডাউনলোড করে নিন।

Kalpurush ফন্টটি এখান থেকে ডাউনলোড করে নিন।

৭টি মন্তব্য:

Unknown বলেছেন...

অনেক ধন্যবাদ| খুবই উপকারী পোস্ট!

Al Mamun বলেছেন...

কিন্তু এভাবে কুমিল্লা, আল্লাহ ,"ল্লাহ' এই ব্যাপারগুলি লেখা যায়না!

প্রবীর বলেছেন...

যদি সামর্থ্য থাকে নিম্নের এই শব্দ গুলো সঠিকভাবে লিখে দেখান তো,
১. ক্ষুদ্র
২. পর্যন্ত
৩. সমস্ত
৪. জল্লাদ
নিজে যাচাই করে জানাবেন, দায়সারাভাবে জবাব না দিয়ে বাস্তব সম্মত কার্যকরী মন্তব্য কামনা করছি। ধন্যবাদ

Rouf Momen বলেছেন...

কিছু কিছু শব্দ আসলেই লেখা সম্ভব না। সেক্ষেত্রে Kalpurush ফন্ট দিয়ে লিখে পরে Sutonny ফন্টে পরিবর্তন করে নেয়া যেতে পারে। পোস্টে লিংক দেয়া আছে ফন্ট ডাউনলোড করার জন্য অথবা এখান থেকে ডাউনলোড করতে পারেন
https://drive.google.com/file/d/0B97lX9oYQzlRa3dYdmoycXFINU0/view?usp=sharing

hasibgns বলেছেন...

ক্ষুদ্র
পর্যন্ত
সমস্ত
জল্লাদ

Esonic Computer & Cyber Cafe বলেছেন...

ভাই, আমি অভ্র দিয়ে Sutonny ফন্টে লিখার সময় " ম্ন ", যেমন- নিম্ন শব্দটি লিখতে গেলে নি এর পর উ কার হয়ে যাচ্ছে।

Fardin Shuvo বলেছেন...

এর থেকে ভাল অভ্রর SutonnyOMJ ফন্ট ব্যবহার করা। একদম অবিকল বিজয়ের SutonnyMJ এর মত।