পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শনিবার, ২৬ জুলাই, ২০১৪

আপনার কম্পিউটারের হার্ডডিস্কে থাকা ফাইল খুঁজে বের করুন কয়েক সেকেন্ডের মধ্যে

আপনার কম্পিউটারের হার্ডডিস্ক যদি ৫০০ জিবি কিংবা ১ টেরাবাইট হয় আর সেখানে ৫-৭টি ড্রাইভ থাকে তাহলে সহজেই অনুমান করা যায় কী পরিমাণ ফাইল (ডকুমেন্ট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি) সংরক্ষণ করা আছে সেখানে।
এত এত ফাইলের মাঝে একটি ফাইল খুঁজে বের করা কখনো কখনো কষ্টসাধ্য হয়ে উঠে। আপনার হয়ে এই কাজটি করে দেয়ার জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে। যেমন:  Portable Everything 1.2.1.371 
 সুবিধা হল এটি ইন্সটল না করেও এমনকি পেন ড্রাইভে রেখেও ব্যবহার করা যাবে। এটি সফটওয়্যারটির পোর্টেবল ভার্শন।
শুধু ডাউনলোড করে ডাবল ক্লিক করে চালু করুন আর ফাইলের নামের যেকোন একটি অংশ টাইপ করুন। সাথে সাথেই হাজির করবে আপনার টাইপ করা নাম আছে এমন সব ফাইল। সেখান থেকে আপনার ফাইলটি চাল করতে পারেন কিংবা লোকেশন খুঁজে বের করতে পারেন। নিচের লিংক থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিন যেকোন একটি ভার্শন। সাইজ মাত্র 270 কিলোবাইট।

কোন মন্তব্য নেই: