পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

রবিবার, ১০ মার্চ, ২০১৩

আপনার তৈরি করা ব্লগে Search বক্স যোগ করুন

আপনি একটি ব্লগ তৈরি করেছেন। সেখানে অনেকগুলো পোস্ট আছে। এতগুলো পোস্ট থেকে নির্দিষ্ট পোস্ট খোঁজার জন্য একটা সার্চ বক্স খুবই জরুরী। এই বক্সে ঐ পোস্ট সংশ্লিষ্ট যেকোন এক বা
একাধিক শব্দ লিখে সার্চ এ ক্লিক করলে এই শব্দগুলো যে যে পোস্টে আছে সেসব পোস্ট এনে সামনে হাজির করবে। দেখুন কিভাবে ব্লগে সার্চ বক্স তৈরি করতে হয়।
প্রথমে Sign in করে নিন। এবার Settings এ যান। Settings থেকে layout এ যেতে হবে। এবার Add a Gadget এ ক্লিক করতে হবে। নতুন আরেকটি উইন্ডো আসবে। সেখান থেকে নিচের ছবির মতো 

একটা Gadget পাবেন। এই গেজেটের ডানপাশে একটা যোগ (+) চিহ্ন আছে সেখানে ক্লিক করুন। এবার একটা শিরোনাম দিন। Save এ ক্লিক করুন। দেখা যাবে Layout এ একটা নতুন গেজেট দেখা যাবে। এবার যেখানে এই বক্স রাখতে চান সেখাতে ড্র্যাগ করে নিন। তারপর Save arrangement এ ক্লিক করলেই হয়ে গেল।

২টি মন্তব্য:

MOBARAKURC বলেছেন...

blogger.com site কোন plugins add করা যায় কিনা, করা গেলে কিভাবে? তাছাড়া blog page এ কিভাবে current date and time add করা যায়।

Rouf Momen বলেছেন...

স্যার, ব্লগারে কিছু কিছু plugins add করা যায়। আপনার ফেসবুক ইনবক্স চেক করুন current date and time যোগ করার নিয়ম দিচ্ছি।