পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

Portable বা বহনযোগ্য সফটওয়্যার কী?

Portable বা বহনযোগ্য সফটয়্যার হলো সফটওয়্যারের এমন একটি ভার্শন যা সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বহন করা যায়। অর্থাৎ এটি পূনরায় সেট আপ করতে হয়না। এটি পেন ড্রাইভ, সিডি বা অন্য কোন মিডিয়াতে রেখেই কাজ করা যায়।
অর্থাৎ, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো যদি পেন ড্রাইভে পোর্টেবল ভার্শন হিসেবে রাখা হয় তাহলে যেকোন সময় ইন্সটল না করেই যেকোন কম্পিউটারে ব্যবহার করা যাবে। অনেক সময় অন্য কোন কম্পিউটারে বসলে দেখা যায় সেখানে এডমিন লক করা থকে সেখানে শুধু গেষ্ট একাউন্ট ব্যবহার করে প্রবেশ করা যায় সেসব কম্পিউটারে আপনি এ ধরণের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন অবশ্য যদি পেন ড্রাইভ, সিডি বা এ ধরণের মিডিয়া ব্যবহার করার অনুমতি থাকে।

এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, সেট আপ বা ইন্সটল করতে হয়না বলে এটি অপারেটিং সিস্টেম যে ড্রাইভে থাকে (সাধারণত C: ড্রাইভে) সেখানে যায়গা দখল করেনা, রেজিস্ট্রিতে কোন এন্ট্রি তৈরি হয়না, প্রোগ্রাম ফাইলে কোন এন্ট্রি তৈরি হয়না ফলে কম্পিউটার স্লো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

ভাই সুন্দর পোষ্ট।

Rouf Momen বলেছেন...

আপনাকে ধন্যবাদ।