আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় বিজ্ঞাপন দেখে বিরক্ত হই না এমন খুব কমই হয়। তাছাড়া স্ক্রীন ছোট করে ভিডিও দেখা, কোনো কিছু শুনতে শুনতে অন্যান্য কাজ করা, স্ক্রীন লক করে পকেটে রেখে
অডিও শুনা এইসব কিছু Youtube App থেকে সম্ভব নয়।সবগুলো সুবিধা পেতে চাইলে এই ধরনের যেকোনো একটি এ্যাপ ইন্সটল করে নিতে হবে মোবাইল ফোনে।
যেমন:
Dstore এর VancedTube
সমস্যা হলো ইন্টারনেটের স্পীড কম থাকলে এটা কাজ করবে না। বিজ্ঞাপন ব্লক করতে করতেই সে ক্লান্ত হয়ে পড়ে।
Tags: youtube, ad block, background music, lock screen audio, ইউটিউব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন