পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

এক পাতার নতুন রিটার্ন ফরম ২০২০

TIN সার্টিফিকেট তৈরি করে যারা নাম্বার সংগ্রহ করেছেন তাদের জন্য ২০২০-২১ করবর্ষ থেকে রিটার্ন  দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

রিটার্ন পূরন করা কিংবা দাখিল করাকে যারা ঝামেলা মনে করেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি এক পাতার রিটার্ন ফরম চালু করেছে। এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের করযোগ্য আয় ৪ লক্ষ টাকার কম এবং মোট সম্পদের পরিমাণ ৪০ লক্ষ টাকার কম। 

এই ফরমের সাথে জীবনযাত্রা মান বিবরণী এবং সম্পদ বিবরণী দাখিল করার প্রয়োজন নেই।

পিডিএফ ফরমেট ডাউনলোড করুন এখান থেকে

ওয়ার্ড ফরমেট ডাউনলোড করুন এখান থেকে

এ সংক্রান্ত আইন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

খুবই ভালো হয়েছে।