পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 12:12:56 PM - Tuesday, April 1, 2025

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সাধারণ ভবিষ্য তহবিল সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য কিছু প্রশ্ন

সাধারণ ভবিষ্য তহবিল সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য কিছু প্রশ্নের উত্তর 

১. ভবিষ্য তহবিলে যোগদানের যোগ্যতা:

উত্তর: একজন সরকারি কর্মচারী চাকরির বয়স দুই বৎসর পূর্ণ হওয়ার পর এই তহবিলে যোগদান করা বাধ্যতামূলক। তবে একজন সরকারি কর্মচারী চাকরির বয়স ২ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেও এই তহবিলে যোগদান করতে পারেন। 

২. ভবিষ্য তহবিলের নমিনি মনোনয়ন: 

উত্তর: চাঁদাদাতা তার পরিবারের সদস্য নয়, এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনয়ন করতে পারবেন না। চাঁদাদাতা যদি অবিবাহিত হন তবে পিতা/মাতা/ভাই/বোনকে মনোনয়ন করতে পারবেন। তবে উক্ত কর্মচারীর পরিবার হওয়ার সংগে সংগে পরিবার বহির্ভূত ব্যক্তিতে মনোনয়ন দান সংক্রান্ত মনোনয়ন পত্র আপনা হইতে বাতিল হয়ে যাবে। 

৩. চাঁদার হার কত?

উত্তর: মূল বেতনের সবোর্চ্চ ২৫% এবং সর্বনিম্ন ৫% 

৪. নমিনি পরিবর্তন করা যায় কিনা? 

উত্তর: নমিনি পরিবর্তন করা যায় তবে পরিবারের সদস্যের নামে মনোনয়ন থাকলে , বিবাহ করার পর স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী/স্বামীর নামে মনোনয়ন হয়ে যায়।

৫. মুনাফার হার কত? বর্তমানে মুনাফার হার ১৩%

৬. অগ্রীম কতবার নেওয়া যায়?

উত্তর: ধারাবাহিকভাবে সবোর্চ্চ ৪টি অগ্রীম নেওয়ার সুযোগ আছে। তবে ৫২ বছর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রীম এর ক্ষেত্রে নির্দিষ্ট নেই। 

৭. অগ্রীম কিভাবে মঞ্জুর করা হয়? 

উত্তর: আবেদনকারী জিপিএফ অগ্রীম এর আবেদন করলে ডেলিগেশন ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ অগ্রীম মঞ্জুর করবেন। 

৮. অগ্রীম উত্তোলনের নিয়মাবলী

উত্তর: অগ্রীম উত্তোলনের জন্য প্রথমে স্ব অফিসে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরী ইস্যু করে জিপিএফ অগ্রীমের বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করলে, হিসাবরক্ষণ অফিস ব্যক্তির নির্দিষ্ট জিপিএফ এর পৃষ্ঠায় নোট উল্লেখ পূর্বক পরিশোধ করেন। 

৯. অগ্রীম বাবদ গৃহীত অর্থ চালানের মাধ্যমে জমা দেওয়া যায় কিনা?

উত্তর: অগ্রীম বাবদ গৃহীত অর্থ চালানের মাধ্যমে জমা দেওয়া যায় না। বেতনের সাথে কিস্তির মাধ্যমে আদায় করা হয়। 

১০. অগ্রীম উত্তোলন করলে মুনাফা পাবে কিনা?

উত্তর: অগ্রীম উত্তোলন করলে অগ্রীম উত্তোলিত টাকা জিপিএফ স্থিতি হতে সমন্বয় হবে। যে মাসে অগ্রীম উত্তোলন করেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে উত্তোলিত টাকায় কোনো মুনাফা প্রাপ্য হবেন না। 

১১. অগ্রীম উত্তোলিত টাকা বিনিয়োগ হিসেবে গণ্য হবে কিনা?

উত্তর: হ্যাঁ, অগ্রীম উত্তোলিত টাকা কর্তন করলে সেটা বিনিয়োগ হিসেবে গণ্য হবে। 

১২. একই সংগে একই হারে চাঁদা কর্তন করলেও যিনি অগ্রীম গ্রহণ করেছেন তার স্থিতি কমে যায় কেন?

উত্তর: উত্তোলিত অগ্রীম জিপিএফ স্থিতি হতে বিয়োগ হয় বিধায় স্থিতি কমে যায়।

১৩. বৎসরের মাঝখানে জিপিএফ এর চাঁদা কমানো বাড়ানো যায় কিনা?

উত্তর: বৎসরের মাঝখানে জিপিএফ এর চাঁদা কমানো বাড়ানো যায় না। তবে বিশেষ প্রেক্ষিতে বৎসরের মাঝখানে টাকা কমানো বাড়ানো যায়।

১৪। জিপিএফ চূড়ান্ত উত্তোলনের প্রক্রিয়া কী?

উত্তর: জিপিএফ চূড়ান্ত উত্তোলনের জন্য ৬৬৩ নং ফরম পূরণপূর্বক আবেদনকারী চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদন করবেন। স্ব-স্ব কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে হিসাবরক্ষণ অফিস কর্তৃক চূড়ান্ত উত্তোলনের অথরিটি ইস্যু করার জন্য পত্র জারী করবেন। হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্ট কর্মচারীর সমুদয় জিপিএফ হিসাবের সুদ ও আসল নির্ণয়পূর্বক অথরিটি ইস্যু করবেন। উক্ত অথরিটির ভিত্তিতে স্ব স্ব সরকারি কর্তৃপক্ষ চূড়ান্ত পরিশোধের নিমিত্ত মঞ্জুরীসহ বিল হিসাবরক্ষণ  অফিসে দাখিল করবেন। অত:পর হিসাবরক্ষণ অফিস জিপিএফ চূড়ান্ত বিল পরিশোধ করেন।


tags: GPF, Provident fund, সাধারণ ভবিষ্য তহবিল

২টি মন্তব্য:

Munshi Jalal Uddin বলেছেন...

জিপেএফ কর্তনের পরিমাণ কোন মাসের বেতনের সঙ্গে পরিবর্তনযোগ্য?

মো: মেহেদী হাসান বলেছেন...

জিপিএফ উত্তোলনের ক্ষেত্রে গৃহ নির্মান কত? গৃহ মেরামত কত? জানতে চাই । অগ্রীম উত্তলনের ক্ষেত্রে
জেলার উপপরিচালক কত কিস্তি পর্যন্ত মঞ্জুরী প্রদান করতে পারবেন?