পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন থেকে ভিডিও ফাইল তৈরি করে নিলে অর্থাৎ ভিডিও ফাইলে রূপান্তর করে নিলে এটা যেকোন মিডিয়াতে চলবে অর্থাৎ যে মিডিয়াতে পাওয়ার পয়েন্ট ইন্সটল করা নেই সেখানেও
চলবে। যেমন মোবাইল ফোন কিংবা ভিডিডি প্লেয়ার এ এই প্রেজেন্টেশানটি শো করা যাবে।এটা করার জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে। এখানে একটি সফটওয়্যার এর লিংক দেয়া হল।
PowerVideoPoint_Lite_3.5_Free
এটি একটি ফ্রি সফটওয়্যার।
এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
Tags: ppt to video, pptx to video,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন