যারা ইন্টারনেট ব্যবহার করি তারা প্রায়শই একটা জিনিস দেখি সেটা হল এলোমেলো অক্ষর দেয়া থাকে নিচের ছবিটির মতো। যতক্ষণ এই অক্ষর সঠিকভাবে পূরণ করা হবে না ততক্ষণ আসতেই থাকবে।
অবশ্য লেখার পরিবর্তে শব্দও নেয়া যায়। শব্দ শুনে খালি ঘর পূরণ করতে হয়। আবার কোথাও দেখা যায় ছোট ছোট যোগ অংক দেয়া থাকে যোগফলটি খালি ঘরে বসাতে হয়।
এগুলোকে সংক্ষেপে CAPTCHA বলে।
যার পূর্ণ রূপ হল: Completely Automated Public Turing Test To Tell Computers and Humans Apart)
কেন এই CAPTCHA দেয়া হয়?
এটা দেয়া হয় সাইটের নিরাপত্তার স্বার্থে। এটা সঠিকভাবে দিয়ে প্রমান করতে হয় যিনি ফরম পূরণ করছেন তিনি একজন মানুষ। কারণ আজকাল এমন সব কম্পিউটার প্রোগ্রাম রয়েছে যা ইংরেজি ফরমগুলো নিজে নিজেই পূরণ করতে পারে। এগুলোকে বলে কম্পিউটার বট (BOT)। এরা নিজে নিজে যদি ফরম পূরণ করতে শুরু করলে দেখা সেই ওয়েব সাইটের সার্ভার ডাউন হয়ে গেছে।
এটি স্পাম (Spam) মেইল থেকে রক্ষা করারও একটি উপায়। যেমন: এই অটোমেটিক প্রোগ্রামগুলো যদি gmail বা yahoo mail এ শত শত মেইল একাউন্ট তৈরি করতে শুরু করে আর সেই মেইল এড্রেস থেকে অন্য এড্রেসে মেইল পাঠানো শুরু করে তাহলে সবাই ভোগান্তিতে পড়ে যাবে। সুতরাং এটা ভাবার কোন কারণ নেই কোন কারণ ছাড়াই এই আকাবাঁকা অক্ষরগুলো দেয়া থাকে।
অবশ্য লেখার পরিবর্তে শব্দও নেয়া যায়। শব্দ শুনে খালি ঘর পূরণ করতে হয়। আবার কোথাও দেখা যায় ছোট ছোট যোগ অংক দেয়া থাকে যোগফলটি খালি ঘরে বসাতে হয়।
এগুলোকে সংক্ষেপে CAPTCHA বলে।
যার পূর্ণ রূপ হল: Completely Automated Public Turing Test To Tell Computers and Humans Apart)
কেন এই CAPTCHA দেয়া হয়?
এটা দেয়া হয় সাইটের নিরাপত্তার স্বার্থে। এটা সঠিকভাবে দিয়ে প্রমান করতে হয় যিনি ফরম পূরণ করছেন তিনি একজন মানুষ। কারণ আজকাল এমন সব কম্পিউটার প্রোগ্রাম রয়েছে যা ইংরেজি ফরমগুলো নিজে নিজেই পূরণ করতে পারে। এগুলোকে বলে কম্পিউটার বট (BOT)। এরা নিজে নিজে যদি ফরম পূরণ করতে শুরু করলে দেখা সেই ওয়েব সাইটের সার্ভার ডাউন হয়ে গেছে।
এটি স্পাম (Spam) মেইল থেকে রক্ষা করারও একটি উপায়। যেমন: এই অটোমেটিক প্রোগ্রামগুলো যদি gmail বা yahoo mail এ শত শত মেইল একাউন্ট তৈরি করতে শুরু করে আর সেই মেইল এড্রেস থেকে অন্য এড্রেসে মেইল পাঠানো শুরু করে তাহলে সবাই ভোগান্তিতে পড়ে যাবে। সুতরাং এটা ভাবার কোন কারণ নেই কোন কারণ ছাড়াই এই আকাবাঁকা অক্ষরগুলো দেয়া থাকে।
1 টি মন্তব্য:
ভাল
একটি মন্তব্য পোস্ট করুন