অনেক সময় আমাদের বাসায় বা অফিসে অপ্রেয়োজনে অনেকে সিডিরম খুলেন আর লাগান। আবার অনেকে এটার অপব্যবহার করেন, সিনেমা দেখেন। আবার অনেক সময় সমস্যা থাকলেও সিডিরম
নিজে নিজে খুলে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে LockCD নামের একটা ছোট সফটওয়্যার ইন্সটল করে নিন। ইন্সটল করার পর কোন ড্রাইভ লক করে রাখতে চান সেটা দেখিয়ে দিন। কারন অনেক পিসিতে একের অধিক সিডিরম বা ডিভিডি রম থাকে। লক করে রাখলে Eject বাটন কাজ করবে না।
Tags: CD, DVD. CDROM, সিডি, ডিভিডি
1 টি মন্তব্য:
ধন্যবাদ,ভাল থাকুন।
একটি মন্তব্য পোস্ট করুন