পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে ভাইরাস থাকলে তা লুকানো অবস্থায় থাকে এবং খোলার সাথে সাথেই তা পিসিতে ছড়িয়ে পড়ে। তাই তা খোলার আগেই যদি খুঁজে বের করে ডিলিট করে ফেলতে পারি তাহলে
ঝামেলা থেকে রেহাই পেতে পারি। অনেক সময় Show hidden files & folder এই অপশনটি চালু করেও খুঁজে পাওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ইন্সটল করার প্রয়োজন নেই। পেন ড্রাইভ পিসিতে লাগিয়ে Hidden file tool এ ডাবল ক্লিক করলেই অযাচিত ফাইলগুলো দেখাবে। সেখান থেকে ডিলিট করে দিলেই হবে। ডাউনলোড করুন এখানে
*** আরো একটি ভাল সফটওয়্যার হচ্ছে USB Show 1.0.0 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ঝামেলা থেকে রেহাই পেতে পারি। অনেক সময় Show hidden files & folder এই অপশনটি চালু করেও খুঁজে পাওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ইন্সটল করার প্রয়োজন নেই। পেন ড্রাইভ পিসিতে লাগিয়ে Hidden file tool এ ডাবল ক্লিক করলেই অযাচিত ফাইলগুলো দেখাবে। সেখান থেকে ডিলিট করে দিলেই হবে। ডাউনলোড করুন এখানে
*** আরো একটি ভাল সফটওয়্যার হচ্ছে USB Show 1.0.0 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২টি মন্তব্য:
পেনড্রাইভে লুকিয়ে থাকা হিডেন ফাইল বা ফোল্ডার খুজে বের করার সফটওয়ারটি সংযোজন করার জন্য অনুরোধ করা হল।
রউফ ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আমি বর্তমানে আপনার একজন ভক্ত। আমার জানা অনেকে অবশ্য আগে থেকেই আপনার ভক্ত।
একটি মন্তব্য পোস্ট করুন