পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১২

উইন্ডোজের অটো আপডেট বন্ধ করুন, ঝামেলা থেকে বাচুঁন..

আমরা প্রায় সকল কম্পিউটার ব্যবহারকারীই অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করিনা বাজার থেকে ৩০ টাকা দিয়ে সিডি কিনে ইন্সটল করি। ফলে উইন্ডোজ আপডেট হলে তা ধরা পড়ে যায় এবং পূনরায় সিস্টেম
সেটআপ দিতে হয়। এছাড়া ইন্টারনেটের খরচটাও বেড়ে যায় আপডেট হতে দিয়ে। তাই এই অটো আপডেট অপশনটা বন্ধা রাখা আমাদের জন্য জরুরী।
উইন্ডোজ ৭ 
Start Menu এর Search Programs and files বক্স এর টাইপ করুন off auto দেখবেন উপরের দিকে একটি লেখা দেখাচ্ছে Turn automatic updating on or off , এটাতে ক্লিক করুন। এবার important updates এর ড্রপডাউন মেনু হতে Never check forupdates সিলেক্ট করে Ok করে বের হয়ে আসুন।

 উইন্ডোজ এক্সপি 
  • Click Start , click Control Panel , and then double-click System. or Right Click My Computer then Click on Properties.
  • Click the Automatic Updates tab, and then click Turn off automatic updating. I want to update my computer manually.


কোন মন্তব্য নেই: