প্রাথমিকের প্রধান শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদনের সাথে যেসব কাগজপত্র প্রেরণ করতে হবে তার তালিকা ২৭/০১/২০২১ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
নগদের মাধ্যমে উপবৃত্তি প্রদানের নিমিত্ত যাদের জন্মনিবন্ধন নেই তাদের তথ্য প্রেরণ (২৮/০১/২০২১)
যেসকল শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই তাদের তথ্য প্রেরণ করার জন্য ছক প্রদান করা হয়েছে। ছকটি ডাউনলোড করার জন্য
IBAS++ এ একজন ডিডিও এর অধীনে কতজন স্টাফ কর্মরত রয়েছে কিংবা কতজনের ডাটা এন্ট্রি করা হয়েছে তা জানুন
IBAS++ এ একজন ডিডিও এর অধীনে কতজন স্টাফ কর্মরত রয়েছে কিংবা কতজনের ডাটা এন্ট্রি করা হয়েছে তা জানার জন্য ডিডিও আইডি দিয়ে লগ ইন করে Accounting এ প্রবেশ করতে হবে।
মেন্যু থেকে Repot
Repot থেকে Employee Repot
ড্রপডাউন হতে List of Employee ( DDO Wise)
Pay point নির্ধারিত থাকবে
ডিডিও সিলেকশন করতে হবে
Payee Type হতে GoB Staff
এবার Run Report
বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদপত্র সংশোধন প্রসঙ্গে (০৬/০১/২০২০)
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদপত্র এবং নম্বরফর্দ বিতরণের দায়িত্ব উপজেলা শিক্ষা অফিসারের বিধায় সেটা সংশোধনের দায়িত্বও তাঁর। তিনি সংশোধন করে সেটা শিক্ষার্থীকে প্রদান করবেন এবং ডাটাবেজ (ওয়েবসাইটে) সংশোধনের নিমিত্ত সংশোধিত কপির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের অধীনে নগদ পোর্টালে শিক্ষার্থীর জন্মনিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত (১৯/০১/২০২১)
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের অধীনে নগদ পোর্টালে শিক্ষাথর্রীর জন্মনিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে প্রকল্প পরিচালক মহোদয় উপজেলা পর্যায়ে পত্র প্রেরণ করেছেন।
বলা হয়েছে ৪৫০০ ইউনিয়নের মধ্যে ৩০০০ ইউনিয়নের সার্ভার আপগ্রেড করা হয়েছে। যেসব উপজেলায় সমস্যা রয়েছে সেসব উপজেলায় উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করবেন।
সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত বেতনস্কেলে বেতন নির্ধারণ প্রসঙ্গে (২৫/১১/২০২০)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে (১৩তম গ্রেড) বেতন নির্ধারণ করার জন্য আইবাস সফটওয়্যারে প্রয়োজনীয় অপশন যুক্ত করার জন্য সিজিএ কার্যালয় হতে আইবাস টিমকে নির্দেশনা প্রদান করে পত্র প্রদান করা হয়েছে ২৫/১১/২০২০ তারিখে।
যেভাবে বেতন নির্ধারণ বা ফিক্সেশন হবে তার একটি ছকও এসাথে যুক্ত হয়েছে।
বলা হয়েছে দ্বিতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রীসহ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই বেতনস্কেল পাওয়ার জন্য। এই যোগ্যতা না থাকলে এই সুবিধা পাওয়ার সুযোগ নেই।
পত্রগুলো ডাউনলোড করার জন্য
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৭নং অনুচ্ছেদ মোতাবেক উচ্চতর গ্রেড মঞ্জুরির বিষয়ে মতামত (৫/১১/২০২০)
জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৭নং অনুচ্ছেদ মোতাবেক ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে অর্থ মন্ত্রনালয়ের ০৫/১১/২০২০ তারিখের পত্রটি পৃষ্ঠাংকনপূর্বক বিভাগ, জেলা এবং উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়সমূহে প্রেরণ করা হয়েছে। এখানে বলা হয়েছে মহামান্য আপীল বিভাগ কর্তৃক পূনরাদেশ না দেয়া পর্যন্ত ২১/০৯/২০১৬ তারিখের ২৩২ নং পরিপত্র এবং জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৭নং অনুচ্ছেদ মোতাবেক উচ্চতর স্কেল প্রদান করা যাবে।
তবে মহামান্য আপীল বিভাগের রায় হওয়ার পর কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কোনো মতামত প্রদান করা হয়নি।
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
দেখে নিন বেতন থেকে উৎসে আয়কর কর্তন বন্ধ করবেন কারা
সেদিন (৭/১২/২০২০) ৫৬ বছরের বয়স্ক একজন ব্যাক্তি আমার কাছে এসেছেন যিনি একটি অফিসে ১৮তম গ্রেডে চাকরি করেন। তিনি নিজের জন্য TIN নাম্বার তৈরি করতে আমার সাহায্য চান। আমি উনার মূল বেতন জানতে পারলাম ১৭,০০০ টাকার কিছু বেশি। আমি উনাকে বললাম আপনার তো এটা লাগবে না। উনি এর উত্তরে যা বললেন তা খুবই বেদনাদায়ক। উনার বেতন থেকে নাকি দুই বছর যাবত উৎসে আয়কর কর্তন করা হচ্ছে। অথচ গত বছর অর্থাৎ ৩০/০৬/২০২০ পর্যন্তও ১৭৮৫৭ টাকার কম মূল বেতন হলে আয়কর প্রদান করার প্রয়োজন ছিল না। পরে উনার
সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য EFT সংক্রান্ত জরুরী নির্দেশনা (০৬/১২/২০২০)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ০৬/১২/২০২০ তারিখের স্মারক মোতাবেক প্রাথমিক শিক্ষকদের ইএফটি ফরম পূরণ সংক্রান্ত একটি জরুরী পত্র প্রেরণ করা হয়েছে।
রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
EFT ফরম পূরণের ক্ষেত্রে লক্ষণীয় কিছু বিষয়
User ID এবং Password দিয়ে প্রবেশ করে Master Data হতে Staff information Entry তে ক্লিক করলে ডানপাশে যে উইন্ডো আসবে National ID number ঘরে পে ফিক্সেশন এ দেওয়া পূর্বের নাম্বারটি টাইপ করে Go দিলে সার্ভার দিলে ছবিসহ বেশ কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
EFT-তে মাতৃত্ব ছুটি এবং সন্তানের জন্ম তারিখের অসামঞ্জস্যতা নিয়ে কিছু প্যাঁচাল
** আমার লেখা আমার সম্পদ। দয়া করে কেউ নিজের ওয়ালে/গ্রুপে কপি করে নিজের নামে চালিয়ে দেবেন না। আমার লেখা সবাইকে জানানোর জন্য হলেও লিখতে মেধা এবং সময় দুটোই ব্যয় হয়। সংগৃহীত শব্দটি যুক্ত হয়ে আমার অস্তিত্ব হারিয়ে যাক এটাও আমি চাইনা।
মাতৃত্ব ছুটি
এবং সন্তানের জন্ম তারিখের অসামঞ্জস্যতা নিয়ে কিছু প্যাঁচাল
--------------------------------------------------------------------
ইএফটি এর
মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মচারীদের বেতন তাদের নিজ নিজ একাউন্টে
প্রেরণের নিমিত্ত সার্ভিস বুক এবং এনআইডি অনুযায়ী ডিডিও কর্তৃক তার অধীনস্থ সকল কর্মচারীর
তথ্য আইবাস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
EFT form এর সফট কপি
EFT পদ্ধতিতে সরকারি কর্মচারীদের বেতন নিজ নিজ ব্যাংক একাউন্টে ট্রান্সফারের কার্যক্রম চলমান রয়েছে। IBAS সিস্টেমে তথ্য এন্ট্রির কাজ সহজে করার জন্য নিজ নিজ তথ্য সার্ভিস বুক এবং জাতীয় পরিচয় পত্র অনুযায়ী একটি ফরম পূরণ করে রাখা যেতে পারে।
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুমতি ছাড়া অর্জন করা শিক্ষাগত সনদ সার্ভিস বইয়ে অন্তর্ভূক্ত করার অনুমতি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ চাকরিতের যোগদানের পর যেসব শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন অনুমতিসহ অথবা অনুমতি ছাড়া সকল সনদ সার্ভিস বইয়ে অন্তর্ভূক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় হতে ২৭/১০/২০২০ তারিখে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনাটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
এক পাতার নতুন রিটার্ন ফরম ২০২০
TIN সার্টিফিকেট তৈরি করে যারা নাম্বার সংগ্রহ করেছেন তাদের জন্য ২০২০-২১ করবর্ষ থেকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
রিটার্ন পূরন করা কিংবা দাখিল করাকে যারা ঝামেলা মনে করেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি এক পাতার রিটার্ন ফরম চালু করেছে। এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের করযোগ্য আয় ৪ লক্ষ টাকার কম এবং মোট সম্পদের পরিমাণ ৪০ লক্ষ টাকার কম।
এই ফরমের সাথে জীবনযাত্রা মান বিবরণী এবং সম্পদ বিবরণী দাখিল করার প্রয়োজন নেই।
পিডিএফ ফরমেট ডাউনলোড করুন এখান থেকে
ওয়ার্ড ফরমেট ডাউনলোড করুন এখান থেকে
এ সংক্রান্ত আইন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ (১৮/১০/২০২০), আবেদনের শেষ সময় ২৪/১১/২০২০ রাত ১১:৫৯ এ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভূক্ত শূন্য পদ এবং জাতীয়করণকৃত বিদ্যালয়ে পিইডিপি-৪ এর অধীনে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরুর সময়: ২৫/১০/২০২০ তারিখ সকাল ১০:৩০ মিনিটে
আবেদনের শেষ সময়: ২৪/১১/২০২০ তারিখ রাত ১১:৫৯ মিনিট
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী (পুরুষ এবং মহিলা উভয়ের জন্য)
নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
tags: assistant teacher recruitment 2020, primary teacher
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ০৯/০৩/২০১৪ তারিখের পরের টাইমস্কেলের বিষয়ে মতামত (১৫/১০/২০২০)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ০৯/০৩/২০১৪ তারিখের পরবর্তী সময়ের টাইমস্কেল প্রাপ্যতার বিষয়ে মতামত প্রদান করে অর্থ মন্ত্রনালয় থেকে ১৫/১০/২০২০ তারিখে পূনরায় পত্র প্রেরণ করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ভবন, অন্যান্য ঝুঁকি চিহ্নিতকরণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত না করা সংক্রান্ত পরিপত্র
ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ভবন, অন্যান্য স্থাপনা, আসবাবপত্র, বৈদ্যুতিক সংযোগ ইত্যাদি ঝুঁকি চিহ্নিতকরণ, শিক্ষার্থীদের অনুমতি ব্যতিত বিদ্যালয়ে উপস্থিত না করা সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে ০৭.১০.২০২০ তারিখে।
প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বাইরে নির্দিষ্ট স্থানে ময়লা রাখার ব্যবস্থা নিশ্চিতকরণ
প্রাথমিক বিদ্যালয়সমূহে শ্রেণিকক্ষের বাইরে নির্দিষ্ট স্থানে ময়লা রাখার ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি পত্র জারি করা হয়েছে ১৪/১০/২০২০ তারিখে।
শনিবার, ১০ অক্টোবর, ২০২০
সাধারণ ভবিষ্য তহবিল সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য কিছু প্রশ্ন
সাধারণ ভবিষ্য তহবিল সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য কিছু প্রশ্নের উত্তর
১. ভবিষ্য তহবিলে যোগদানের যোগ্যতা:
উত্তর: একজন সরকারি কর্মচারী চাকরির বয়স দুই বৎসর পূর্ণ হওয়ার পর এই তহবিলে যোগদান করা বাধ্যতামূলক। তবে একজন সরকারি কর্মচারী চাকরির বয়স ২ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেও এই তহবিলে যোগদান করতে পারেন।
২. ভবিষ্য তহবিলের নমিনি মনোনয়ন:
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
প্রাথমিক বিদ্যালয়ে SLIP ফান্ড দ্বারা কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থবিধি মেনে বিদ্যালয় পূনরায় চালুকরণ (সংশোধিত)
প্রাথমিক বিদ্যালয়ে SLIP ফান্ড দ্বারা কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থবিধি মেনে বিদ্যালয় পূনরায় চালুকরণ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। তারিখ: ৩০/০৯/২০২০
একই স্মারক ও তারিখে পূনরায় পত্র প্রেরণ করা হয়েছে।