পর্যায়ক্রমে দেশের সকল বিভাগ, জেলা, উপজেলায় প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের বেতনভাতাদি অনলাইনে প্রদানের পক্রিয়া চলছে। অনলাইনে বিল সাবমিট হবে এবং বেতন চলে যাবে নিজের ব্যাংক একাউন্টে EFT (ইলেকটনিক ফান্ড ট্রান্সফার) এর মাধ্যমে। একাউন্ট বাংলাদেশের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণি সংক্রান্ত নির্দেশনা (19.11.19) দুইটি নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ডাউনলোড করুন ১ নং আদেশ ডাউনলোড করুন ২ নং আদেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন অব্যবহৃত/অকেজো ভবন নিলাম করা বিষয়ে ০৩/১১/২০১৯ তারিখে একটি পত্র জারী করা হয়েছে। উক্ত পত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আয়কর রিটার্ন পূরণ ও কর পরিপালন নির্দেশিকা
আয়কর রিটার্ণ দাখিলের জন্য চাকরিজীবিদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিপত্র থেকে সংকলন করার চেষ্টা করেছি। এগুলো একটি পিডিএফ ফাইল হিসেবে (৩৩ পাতা) ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
৫ সেকেন্ড অপেক্ষ করে Skip ad বাটনে ক্লিক করলে ডাউনলোড হবে।
সারা দেশের ফলাফল সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট এবং মুঠোফোনের মাধ্যমে জানা যাবে। ৩০.১২.২০১৭ তারিখ দুপুর ২:০০টায় ফলাফল প্রকাশিত হবে। লিংক সচল না থাকলে মাউসের ডান বাটনে ক্লিক করে Reload অথবা Refresh করুন।
ফলাফল জানতে হলে নির্দিষ্ট উপজেলার নামের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Save Link As... অথবা Save Target As...এ ক্লিক করে সেভ করুন।
হবিগঞ্জ জেলার
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮
এক নজরে হবিগঞ্জ জেলার সকল উপজেলা এবং জেলার পরিসংখ্যান প্রাথমিক ইবতেদায়ী
নামসহ সকল বিষয়ের প্রাপ্ত নম্বরসহ ফলাফল ডাউনলোড করুন:
সরকারি চাকরিরত অবস্থায় সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা ও গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার অনুদান ব্যয় জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক প্রদান করা হয় এবং দাফন-কাফন বাবদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার অনুদান বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড (BKKB) কর্তৃক প্রদান করা হয়। নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। চাকরিকাল কোনো শর্ত নয়। মৃত্যুর ১০ বছর পর্যন্ত আবেদন করা যায়।
সারা দেশের ফলাফল সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট এবং মুঠোফোনের মাধ্যমে জানা যাবে। ৩০.১২.২০১৭ তারিখ দুপুর ২:০০টায় ফলাফল প্রকাশিত হবে। লিংক সচল না থাকলে মাউসের ডান বাটনে ক্লিক করে Reload অথবা Refresh করুন।
ফলাফল জানতে হলে নির্দিষ্ট লিংক এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Save Link As... অথবা Save Target As...এ ক্লিক করে সেভ করুন।