পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নতুন যোগদানকৃত সহকারী শিক্ষকদের তথ্য

নতুন যোগদানকৃত সহকারী শিক্ষকদের তথ্য/প্রোফাইল IPEMIS এ সংযোজন প্রসঙ্গে ....

১. নতুন শিক্ষকদের তথ্য ইতোমধ্যে IPEMIS এ প্রবেশ করানো হয়েছে। 

২. উপজেলা শিক্ষা অফিসার উনার আইডি দিয়ে প্রবেশ করে "শিক্ষক ব্যবস্থাপনা" অপশন ব্যবহার শিক্ষকদের যোগদানকৃত বিদ্যালয়ে পদায়ন করবেন।

৩. সকল শিক্ষকের যোগদানের তারিখ ২২/০১/২০২৩

৩. ধর্ম এবং বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিতে হবে। তা না হলে   সাবমিট নিবে না। 

৪. এবার শিক্ষকগণ নিজ নিজ মোবাইল নাম্বার (চাকরির আবেদন করার সময় যে নাম্বার দিয়েছেন) এবং ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে লগ ইন অন্যান্য সকল তথ্য এন্ট্রি সম্পন্ন করবেন। *দয়া করে ডিফল্ট পাসওয়ার্ড ফেইসবুকে কেউ শেয়ার করবেন না।*

৫. বদলিকৃত শিক্ষকদের প্রধান শিক্ষক তার আইডি থেকে প্রবেশ করে যোগদান করাবেন। 

৬. একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়ে থাকলে কে রিলিজ পাবেন সেটা শিক্ষা অফিসার পলিসি ও অপারেশন শাখায় যোগাযোগ করে জেনে নিবেন।

৭. কোনো বিদ্যালয়ে অনুমোদিত পদ সংখ্যা কম/বেশি হয়ে থাকলে সেটা অনুজ কুমার রায় স্যারকে বিদ্যালয়ের ৬ ডিজিটের আইডিসহ চিঠিতে বিস্তারিত লিখে জানাতে হবে।

৮. ই-প্রাইমারি স্কুল সিস্টেম নিয়ে কিছু ভাবতে হবে না, এটা আর বেশিদিন থাকছে না। এখন থেকে ই-মনিটরিং , ট্রেনিং ট্র্যাকিং সহ সকল কার্যক্রম IPEMIS থেকেই সম্পন্ন হবে।

**দয়া করে কেউ লেখা কপি করে নিজের Facebook আইডিতে পোষ্ট করবেন না। পরবর্তীতে লেখায় সংযোজন বিয়োজন হলে আপডেট পায়না কেউ। ফলে তথ্য বিভ্রাট ঘটে। প্রয়োজনে শেয়ার করুন।**


সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

বদলিকৃত শিক্ষকদের জন্য নির্দেশনা

 ০৩/০১/২০২৩ তারিখ থেকে ২২/০১/২০২৩ তারিখ পর্যন্ত বদলির আদেশপ্রাপ্ত শিক্ষকগণকে বর্তমানে যে বিদ্যালয়ে কর্মরত আছেন সেখানে ৫ জন্য শিক্ষক নিশ্চিত করে অবমুক্ত করতে শিক্ষা অফিসারগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

পত্রটি ডাউনলোড করুন এখান থেকে


সংশোধনী:

চারজন শিক্ষক অবশিষ্ট থাকলেই অবমুক্ত হওয়া যাবে



 

সরকারি চাকরিতে যোগদানের আগে সন্তান জন্ম হলে মাতৃত্ব ছুটির বিধান

সরকারি চাকরিতে যোগদানের পূর্বে কোনো মহিলা কর্মচারীর সন্তান জন্ম হলে এবং সে সন্তানের বয়স ছয় মাস পূর্ণ না হলে ;তিনি চাকরিতে যোগদান করে মাতৃত্ব ছুটির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সন্তানের বয়স ছয় মাস হতে যে কয়দিন বাকি রয়েছে সে কয়দিনের জন্য ছুটির আবেদন করতে হবে। উল্লেখ্য এই সন্তান ওই কর্মচারীর কততম সন্তান সেটা বিবেচ্য হবেনা। তাঁর জন্য এটাই প্রথম মাতৃত্ব ছুটি হিসেবে গণ্য হবে। 

এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে ২১/০৪/২০২১ তারিখে। 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে নতুন যোগদানকৃত কর্মচারীদের উৎসব ভাতা প্রাপ্যতা সংক্রান্ত (২৩/০৮/২০২১)

 সরকারি চাকরিতে নতেুন যোগদান করার পর উৎসব ভাতা কোন হারে পাবেন, কত দিনের পাবেন এ সংক্রান্ত একটি স্পষ্টীকরণ আদেশ জারী হয়েছে ২৩/০৮/২০২১ তারিখে।

ডাউনলোড করতে ক্লিক করুন

হাওর, চর ও দ্বীপ ভাতা হার (২৬/০১/২০২২)

হাওর, চর ও দ্বীপ হিসেবে ঘোষিত ১৬ টি উপজেলায় কর্মরত কর্মচারীগণকে ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা প্রজ্ঞপন দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে নিজ উপজেলায় কর্মরত কর্মচারীগণ এ ভাতা প্রাপ্য হবেন না।

 

ভাতার হার জানতে প্রজ্ঞাপনটি ডাউনলোড করতে পারেন

এখান থেকে


প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৩ সালের রুটিন ও বার্ষিক শিখন পরিকল্পনা ২০২৩

 প্রাথমিক বিদ্যালয়সমূহের জন্য ক্লাস রুটিন এবং বার্ষিক শিখন পরিকল্পনা প্রেরণ করা হয়েছে ০৩/০১/২০২৩ তারিখে। যা ১লা জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর।

 

এ সংক্রান্ত পত্র

এক শিফট রুটিন 

দুই শিফট রুটিন

বার্ষিক শিখন পরিকল্পনা ২০২৩ 

সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য উন্নয়ন কর্মকান্ড সংক্রান্ত কমিটি গঠন

 সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য সকল প্রকার উন্নয়নমূলক অবকাঠামো নির্মান ও মেরামত কার্যক্রমের উপর মাঠ পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা, সমস্যা নিরসন ও অবকাঠামোর চাহিদা নিরূপন সংক্রান্ত বিভাগীয় কমিটি গঠন সংক্রান্ত 

পত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী ক্রয় সংক্রান্ত পত্র (12.01.2023)

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রাক-প্রাথমিক শ্রেনির জন্য শেখন-শেখানো সামগ্রী (উপকরণ) তৈরি/ ক্রয়/ সজ্জিতকরণ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ হয়েছে ১২/০১/২০২৩ তারিখে। 

নির্দেশনাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Pre-primary, শিশু শ্রেণি