পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

IBAS++ এ ডিডিও মডিউলের বিস্তারিত আলোচনা-৩

আইবাস++ এ আরেকটি মেন্যু হলো:
Festival Bill Submission
এই মেন্যুর মাধ্যমে একটি সেল্ফ ড্রয়িং কর্মকর্তা তাঁর নিজের উৎসব ভাতা বিল দাখিল করতে পারেন। যেমন: নববর্ষ ভাতা, ঈদুল আযহা, ঈদুল ফিতর, দূর্গাপূজা, বিজু উৎসব, বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি উৎসবের বিল এই মেন্যু থেকে দাখিল করতে হয়। 
উৎসব অনুষ্ঠিত হওয়ার পূর্বের মাসের মূল বেতন উৎসব ভাতা হিসেবে পাওয়া যায় বলে তা স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসে। যদি কোনো কর্মকর্তার পূর্বের মাসের বেতন পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই মাসের বেতন বিল ইফটি ট্রান্সমিট হওয়ার পর উৎসব ভাতার বিল দাখিল করা উচিত। 
তাছাড়া কর্তৃপক্ষ উন্মুক্ত না করা পর্যন্ত এই বিল দাখিল করার সুযোগ নেই। 
বেতন বিল সাবমিট করার পর সেটা আবার ফরওয়ার্ড করতে হয়।  কিন্তু  উৎসব ভাতার বিল ফরওয়ার্ড করার কোনো প্রয়োজন নেই। 
তাহলে টোকেন নাম্বার কোথায় পাওয়া যাবে বিলের রিপোর্টবের করার জন্য? খুবই সহজ, কর্মকর্তার নিজের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করলে প্রথমেই বিল স্ট্যাটাসের যে পাতাটি শো করে সেখানেই টোকেন নাম্বার পাওয়া যাবে এবং তা দিয়ে Reports-- Pay Bill Reports -- Details of My Festival Bills এ গিয়ে বিলটি প্রিন্ট /ডাউনলোড করা যাবে। 

কোন মন্তব্য নেই: