পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (GPF) সংক্রান্ত জরুরী তথ্য

অনুগ্রহ করে আমার লিখা কেউ কপি করে পাবলিশ করবেন না। এটা আমার সম্পত্তি। মেধা এবং শ্রম ব্যায় করে একটি লিখা প্রস্তুত করতে হয়। তাছাড়া পরবর্তীতে এডিট করে সেটা আর কারো নিকট পৌঁছায় না। প্রয়োজনে শেয়ার করুন।  

GPF Informaion

২০২০-২১ অর্থবছর থেকে নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীদের ইএফটি-এর আওতায় বেতন ভাতাদি পরিশোধ করা শুরু হয়েছে। এখন থেকে সাধারণ ভবিষ্য তহবিল বা জিপিএফ এর হিসাবও অনলাইনে পাওয়া যাবে। 

ইএফটি শুরু হওয়ার আগেও মাসগুলোর জিপিএফ সংক্রান্ত তথ্য অনলাইনে না থাকায় সেগুলো হিসাবরক্ষণ অফিস ম্যানুয়ালী ইনপুট করে এপ্রোভ করছেন। দেশের প্রায় সকল উপজেলার কার্যক্রম শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে আগস্ট ২০২১ মাসের মধ্যেই শতভাগ কাজ সম্পন্ন হবে।

এখন কর্মচারীদের জন্য করণীয় হলো অনলাইন থেকে তথ্য বের করে তা যাচাই করে নেয়া। কারণ এবার ভুল থাকলে তা আজীবন ভুলই থেকে যাবে। 

যা যা করতে হবে:

১। www.cafopfm.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে GPF Information হতে Click Here এ ক্লিক করতে হবে

২। নিজের পে-ফিক্সেশনে ব্যবহৃত এনআইডি নাম্বার ইনপুট করতে হবে

২। পে-ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নাম্বার ইনপুট করতে হবে

৩। Fiscal Year এ ২০২০-২১ সিলেক্ট করতে হবে কারণ আপনি জুলাই ২০২০ হতে জুন ২০২১ মাস পর্যন্ত হিসাব বের করবেন

৪। Submit বাটনে ক্লিক করতে হবে

কিছুক্ষণের মধ্যেই আপনার জিপিএফ ইনফরমেশন আপনার সামনে হাজির হবে

৫। প্রিন্ট ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন


যা যা পাওয়া যাবে এই স্লিপ থেকে:

১। Fiscal Year: ২০২০-২১ 

২। ‍Subscriber's Name: কর্মচারীর নাম

৩। Account No: কর্মচারীর জিপিএফ হিসাব নাম্বার

৪। NID: জাতীয় পরিচয়পত্র নাম্বার

৫। Vol no: কত নাম্বার রেজিস্টারে হিসাবটি রয়েছে

৬। Page no: কত নাম্বার পাতায় হিসাবটি সংরক্ষণ করা আছে

৭। Opening Balance (প্রারম্ভিক জের) : ২০১৯-২০ অর্থবছর শেষে আপনার একাউন্টে যে টাকা জমা ছিল অর্থাৎ আপনি যদি গত বছর জিপিএফ স্লিপ হিসাবরক্ষণ অফিস থেকে সংরক্ষণ করে থাকেন তাহলে সেটার সমাপনী স্থিতি কলামে যে টাকা লেখা ছিল সেটাই ২০২০-২১ অর্থবছরের প্রারম্ভিক জের হিসেবে আসবে

৮। Subscription (মাসিক চাঁদা) : জুলাই ২০২০ থেকে জুন ২০২১ মাস পর্যন্ত মোট যত টাকা বেতন বিল হতে জিপিএফ হিসাবে কর্তন করে জমা করেছেন। এখানে অনেকেই বুঝতে ভুল করেন। যে মাসের বেতন আপনি নিচ্ছেন সে মাসের জিপিএফ হিসাবে টাকা জমা হয়না। বরং যে মাসে টাকাটা আপনি উত্তোলন করেছেন সে মাসের জিপিএফ হিসাবে টাকা জমা হবে। কেউ যদি জুলাই মাসের বেতন থেকে বেশি টাকা কর্তন শুরু করেন তাহলে সেটা আগস্ট মাসের হিসাবে যোগ করে। আর জুলাই মাসে পুরাতন হারে অর্থাৎ জুন মাসের বেতন থেকে যে টাকা কর্তন করেছেন সেটা চাঁদা হিসেবে জমা হবে। কেউ যদি বকেয়া বেতন পরবর্তী  কোনো মাসে উত্তোলন করেন তার জিপিএফ চাঁদাও সে মাসেই জমা হবে। কোনো অর্থবছরের জিপিএফ হিসাব হলো জুন মাসের বেতন থেকে পরবর্তী বছরের মে মাসের বেতন পর্যন্ত হিসাব।

৯। Refund (ফেরত): অগ্রীম নিয়ে থাকলে সেটা জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত মোট কত টাকা ফেরত প্রদান করেছেন তার মোট হিসাব। কেউ যদি জুন মাসের বেতন থেকে জিপিএফ অগ্রীম (লোন) এর  কিস্তি ফেরত দেন সেটা পরের অর্থবছর অর্থাৎ জুলাই মাসের হিসাবে জমা হবে। 

১০। Total (মোট জমা): নিয়মিত চাঁদা এবং অগ্রীন (লোন) এর ফেরত প্রদানসহ মোট জমা

১১। Profit (মুনাফা): এ বছরের মোট জমাকৃত টাকার উপর প্রাপ্ত মুনাফা 

১২। Withdrawal (প্রত্যাহার): জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কোনো মাসে জিপিএফ অগ্রীম উত্তোলন করে থাকলে সেটা এখানে আসবে

১৩। Closing Balance (সমাপনী স্থিতি): এ বছরের মোট জমার সাথে প্রাপ্ত মুনাফা যোগ করে সেটা থেকে প্রত্যাহার বিয়োগ করে যা হবে সেটাই সমাপনী স্থিতি 

অনুরূপভাবে ২০২১-২২ অর্থবছরের হিসাবও বের করতে হবে।

যা যা যাচাই করা খুবই জরুরী:

১। ২০১৯-২০ অর্থবছরের সমাপনী স্থিতি ২০২০-২১ এর প্রারম্ভিক জের হিসেবে আছে কিনা এবং ২০২০-২১ এর সমাপনী স্থিতি ২০২১-২২ এর প্রারম্ভিক জের হিসেবে আছে কিনা

২। জুলাই ২০২০ হতে জুন ২০২১ পর্যন্ত কর্তনকৃত (জুন ২০২০ মাসে বেতন হতে মে ২০২১ মাস পর্যন্ত মাসিক বেতন বিল) সকল মাসের চাঁদা যোগ করে Subscription এর সাথে মিলানো

৩। অগ্রীম ফেরত প্রদানের হিসাব Refund এর সাথে মিলানো  

৪। ২০২০-২১ অর্থবছরে অগ্রীম নিয়ে থাকলে সেটা Withdrawal এর কলামে আছে কিনা

৫।  Closing Balance সঠিক পাওয়া গেল কিনা

যদি এর মধ্যে কোনোটি গড়মিল পাওয়া যায় নিজ নিজ অফিস প্রধানের মাধ্যমে হিসাবরক্ষণ অফিসে দ্রুত তথ্য প্রেরণ করতে হবে। 

জিপিএফ ক্যালকুলেশন করতে এই সাইটগুলো ভিজিট করতে পারেন: 

https://www.cafopfm.gov.bd/calculator.php

http://www.bangladesh.gov.bd/gpf/year_end_balance.php


২টি মন্তব্য:

raquibpage বলেছেন...

খুব দরকারি একটি বিষয় পোস্ট করেছেন, অনেক ধন্যবাদ।

Unknown বলেছেন...

গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করার জন্য ধন্যবাদ।