পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

আপনার স্মার্ট ফোনটিকে কিছুটা হলেও নিরাপদে রাখুন

আপনার স্মার্ট ফোনটি যেকোন সময় আপনার হাতছাড়া হয়ে যেতে পারে একটু অসাবধানতার কারণে। তাই কিছু সময়ের জন্য কোথাও গেলে ফোনটি টেবিলের উপরে রেখে যাওয়ার সময় একটি এলার্ম সেট করে দিয়ে যান। যখনই
এটা সামান্য একটি নড়াচড়া টের পারে সাথে সাথে এলার্ম বাজতে শুরু করবে। তখন আপনার আগে থেকে সেট করে রাখা পাসওয়ার্ড দিলে তবেই এলার্ম বন্ধ হবে। সফটওয়্যারটি খুব ছোট ইন্সটল করতে পারেন 
পিসিতে সরাসরি ডা্উনলোড করুন এই লিংক থেকে

ইন্সটল করার পর একটি পাসওয়ার্ডয সেট করতে হবে যেন আপনি এলার্ম সেট করার পর আবার বন্খধ করতে পারেন। প্যাটার্ন  কিংবা সংখ্যা যেকোন একভাবে পাসওয়ার্ড  সেট করা যাবে। যখণ আপনি ফোন থেকে দূরে যাবেন তখনই এটি চালু করে নিচের ছবির মতো detect when device is moved এর আইকনটি সিলেক্ট করে রেখে দিন। 

tags: anti thief app, protect your phone, চুরি রোধ  করুন, মোবাইল ফোন, 

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

স্মার্ট পোস্ট