বহিরাগমন ও পাসপোর্ট অধিদপতর সহ এর আওতাধীন ৬৭ টি বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোট ৬৮ টি পৃথক facebook page খোলা হয়েছে।নিম্নে তালিকা টি সংযুক্ত করা হল।এর মাধ্যমে দেশের সকল নাগরিক পাসপোর্ট সংক্রান্ত সেবার মান উন্নয়নে তাদের মূল্যবান মতামত তুলে ধরতে পারবেন, উদ্ভাবনী ধারনা শেয়ার করতে
পারবেন এবং কোন অভিযোগ থাকলে তাও তুলে ধরতে পারবেন।অধিকন্তু অধিদপ্তর কর্তৃক আয়োজিত “Social Media Adda” তে অংশগ্রহন করে উল্লিখিত বিষয়ে মতামত প্রকাশ করতে পারবেন। সামাজিক মাধ্যমের এই উত্তম ব্যবস্থাটিকে কাজে লাগিয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সেবার মান উন্নত করতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আমন্ত্রন জানাচ্ছি।
.................................................মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদ্প্তর
Tags: passport office facebook page, claim for passport, পাসপোর্ট অভিযোগ, হয়রানী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন