পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫

Grameenphone গ্রাহকদের সকল সমস্যার সমাধান হাতের ছোঁয়ায়

আমার মতো যারা গ্রামীণফোনের মুঠোফোন সংযোগ ব্যবহার করেন (ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক) তাদের সমস্যা আর জিজ্ঞাসার শেষ নেই।

যেমন:
নিজের প্রি-পেইড প্যাকেজ কোনটি?

প্রি-পেইডের ব্যালেন্স চেক করা, পোস্ট পেইডের বিল চেক করা


ইন্টারনেটের ভলিউম (MB) এবং মেয়াদ চেক করা

FnF নাম্বার কয়টা এবং কোনটা কোনটা?

FnF নম্বর যোগ করব কিভাবে? পরিবর্তন করব কিভাবে?

জিপি স্টার কি না?

ব্যালেন্স ট্রান্সফার করবো কিভাবে?

ইন্টারনেট প্যাকেজ কোনটার কত দাম? চালু করব কিভাবে? বন্ধ করব কিভাবে?

মিসড কল এলার্ট চালু করব কিভাকে? চালু হয়ে গেছে বন্ধ করব কিভাবে?

বিভিন্ন ধরণের সার্ভিস (Value Added Services) চালু হয়ে আছে বন্ধ করব কিভাবে? নতুন করে চালু করব কিভাবে? 

  

এই সকল প্রশ্নের সমাধান দেয়ার জন্য গ্রামীণফোন একটি এপ তৈরি করেছে। নিচের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন বিষয়টি:



প্রথমে এখান থেকে এপ টি ডাউনলোড করে ইন্সটল করুন

এবার এপটি চালু করুন
আপনার ফোন নম্বরটি লিখুন এবং PIN এর জন্য রিকোয়েস্ট পাঠান
SMS এর মাধ্যমে ৬ ডিজিটের একটি পিন আসবে। সেই পিন নম্বররটি দিয়ে প্রবেশ করুন আর প্রয়োজনীয় কাজটুকু সেরে নিন।


** এটা গ্রামীণফোনের কোন বিজ্ঞাপন নয়।

Description

GP App is a useful mobile application for the prepaid and postpaid customers of Grameenphone (GP) which helps you to check prepaid balance or postpaid bill status, data volume and expiry date of internet packages, and many more.
GP App makes it easy to:
- Check status of current prepaid package and migration
- View, add, or change FnF numbers
- Check STAR status
- Balance Transfer
- Activate/deactivate Internet packages
- Activate/deactivate Missed Call Alerts
- Activate/deactivate different Value Added Services
- Download wallpapers, ringtones, and mobile applications
First Time Use
- First of all please connect via GPINTERNET
- If you are first time user, then request for PIN by clicking the key icon on the bottom of the screen
- After that, you will get an PIN via SMS
- Put your GP number like 017XXXXXXXX and 6 digit PIN (which you have received via SMS)
- Now you can sign in and use the app (whenever you required to resign in, can do it from android option menu)
Terms of Service:
By using the application you agree to the following terms and conditions as provided by Grameenphone:
1. This application is free to download and use but data charge will incur to download and use it to manage your services as per your subscribed data plan.
2. There are no subscription fees to use this application, however you’ll be charged as per regular tariff for the services you’ll opt-in using this application.
3. If you use this application, you shall be responsible for maintaining the confidentiality of your account and for restricting access to your phone. Furthermore, shall be responsible for any and all activities that occur using this application. GP shall assume that any person using the application is either you or someone authorized to act on behalf of you. GP shall not be liable for any loss that you may incur as a result of someone else using this application either with or without your knowledge. However, you shall be held liable for losses incurred by GP or another party due to someone else using this application from your phone.
4. For detailed Terms of Use to use Grameenphone’s web services please visit: http://www.grameenphone.com/terms-of-use.
5. Grameenphone can add, remove or modify the terms and conditions as and when required.

কোন মন্তব্য নেই: